এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ছক্কা হাঁকাল তৃণমূল। গগত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয় । আজ ছিল ভোট গণনা ৷ গণনার শুরু থেকেই তৃণমূলের ছয় প্রার্থীকেই এগিয়ে থাকতে দেখা যায় ৷ অবশেষে ছ'টি কেন্দ্রেই জয় পেল তৃণমূল কংগ্রেস ৷ ফলে রাজ্যের নিরিখে একটি আসন বাড়লো তৃণমূলের ৷ ২০২১ সালে এর ছয় কেন্দ্রের মধ্যে ৫টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, আর বিজেপি জিতেছিল একটি আসনে । এবার সে আসনটিও ছিনিয়ে নিল তৃণমূল ৷
হাড়োয়ায় বড় জয় পেল তৃণমূল ৷ রাজ্যে ছয়টি উপনির্বাচনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম । হাড়োয়ায় ১ লাখ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল । তৃণমূলের রবিউল পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭২টি ভোট । আইএসএফের পিয়ারুল পেয়েছেন ২৫ হাজার ৬৮৪ ভোট ।
সিতাইয়ে জয়ী তৃণমূল, ব্যবধান ১ লাখ ৩০ হাজার ৷ সিতাই থেকে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় । ১৩ রাউন্ড গণনা শেষে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯৮৪ ভোট । বিজেপির দীপককুমার রায় পেয়েছেন ৩৫৩৪৮ ভোট । সিতাইয়ের উপনির্বাচনে ১ লাখ ৩০ হাজার ৬৩৬ ভোটে জয়ী হলেন সঙ্গীতা ।
মাদারিহাটে ২৮১৬৮ ভোটে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো । ৭৯১৮৬ ভোট পেয়েছেন তিনি । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন ৫১০১৮ ভোট ।
নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৯২৭৭ ভোটে জয়ী হয়েছেন ৷ তিনি মোট ভোট পেয়েছেন ৭৮৭৭২ টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র ভোট পেয়েছেন ২৯৪৫৯ টি, বাম প্রার্থী দেবজ্যোতি মজুমদার ভোট পেয়েছেন ৭৫৭৪ টি, কংগ্রেসে পরেশনাথ সরকার ভোট পেয়েছেন ৩৮৫৪ টি ৷ নৈহাটিতে জয়ের পর তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, 'এই জয় নৈহাটির মানুষের জয় । এখন আরও দায়িত্ব বাড়ল । প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা ।'
মেদিনীপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা । ১১৫১০৪ ভোট পেয়ছেন তিনি, প্রায় ৩৩৯৯৬ ভোটে জয়ী হয়েছে তৃণমূল । বিজেপি প্রার্থী শুভজিৎ দাস ভোট পেয়েছেন ৮১১০৮ ৷ তৃতীয় স্থানে রয়েছে বামফ্রন্ট ৷
তালড্যাংরাতেও জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু । বিপুল মার্জিনে জয়ের পর, মা-মাটি-মানুষকে অভিবাদন জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা ব্যানার্জি ফেসবুক ওয়ালে লেখেন, 'আমার অন্তরের অন্তস্তল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে । মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয় । আমরা জমিদার নই, মানুষের পাহারাদার । আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে । জয় বাংলা ৷' ইতিমধ্যে সমাজমাধ্যমে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ।
আরজি কর হাপাতালের এক পিজিডি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে বিরোধীদের চাপ সত্বেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে নিজেদের ক্ষমতা জাহির করার ব্যাপারে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল । ঠিক তাই হলো, বাংলার ছয় উপনির্বাচনে দাঁত ফোটাতে পারলেন না বিরোধীরা ৷ গত বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা আসন মাদারিহাটিও রক্ষা করতে পারল না বিজেপি ৷ উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ৭৭ টি আসন জিতেছিল । এরপরে অবশ্য বিজেপির বেশ কয়েকজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তাদের বিধায়ক সংখ্যা কমে যায় । উপ নির্বাচনে বিজেপির আরও একটি আসন কমল ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct