আপনজন ডেস্ক: শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকায় কার্তিক পুজো প্যান্ডেলের অস্থায়ী গেটে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আপত্তিকর’ বার্তা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি শান্তি রক্ষায় মুখ্যমন্ত্রীকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান। প্রায় সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় এলাকায় জনগণের দুর্ভোগের কথাও তুলে ধরেন চৌধুরী। স্থানীয় পুলিশ প্রশাসনের অযোগ্যতার সমালোচনা করে অধীর দাবি করেন, তারা বিষয়টিকে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দিয়েছেন। তিনি বলেন, ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। মুর্শিদাবাদের শক্তিপুরে লোকসভা ভোটের আগে রামনবমী উদযাপনের সময় একই ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল। দুটি ঘটনাই জেলায় মেরুকরণ আনার বৃহত্তর ষড়যন্ত্র। কিন্তু মুখ্যমন্ত্রীর নীরবতা স্পষ্ট। মুখ্যমন্ত্রী হিসেবে অন্তত মানুষকে শান্তির বার্তা দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা শুধু তাকে নীরব থাকতে দেখেছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct