এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ সরকার ২০২৫-এ রাজ্যের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল ৷ রাজ্য সরকার ২০২৫ সালের যে ছুটির তালিকা প্রকাশ করেছে তাতে সরকারি কর্মীরা মোট ৪৪ টি ছুটি পাবেন ৷ নির্দেশিকা অনুযায়ী, এনআই অ্যাক্টে ২০২৫ সালে ছুটি থাকবে ২৪ দিন । সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২০ দিন । মোট ৪৪ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের । এছাড়াও রাজ্য সরকারের তরফে বিভিন্ন সম্প্রদায়ের কর্মচারীদের জন্য বিভাগীয় ছুটির সম্ভাবনা থাকছে ৪ দিন ৷
অন্যদিকে, মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। দীর্ঘদিন ধরে রাজ্যের মুসলিমদের তরফ থেকে ঈদের সময় তিনদিন ছুটি দেওয়ার দাবি তুলে আসছিল। মুসলিমদের বক্তব্য, সওয়াল মাসের চাঁদ ওঠার উপর নির্ভর করে ঈদ উল ফিতর। সেক্ষেত্রে রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। কিন্তু ২০২৫ সালের রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হওয়ার কথা ৩০ মার্চ। রমজান মাস শেষ হওয়ার পরদিন ঈদ পালিত হয়। চাঁদের অবস্থান অনুযায়ী ২৯ দিন পরেও হয়ে থাকে, আবার ৩০ দিন পরও হয়ে থাকে ঈদ । ঈদ উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিভিন্ন জেলায় যাতায়াত করেন । কেউ কলকাতা থেকে সুদূর উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় । আবার উত্তর বঙ্গ থেকেও অনেকে দক্ষিণ বঙ্গের দিকে আসেন । ফলে রাস্তাতেই অনেকটা সময় চলে যায়। তাই মুসলিমদের জোরালো দাবি তিনদিনের ঈদের ছুটি। আর তা হল, ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন। সেদিক দিয়ে দেখলে এই প্রথম রাজ্যের মুসলিমরা ঈদুল ফিতরে একসঙ্গে তিন দিনের ছুটি পাচ্ছে। এনআই অ্যাক্টে ২০২৫ সালে ঈদের ছূটি হিসেবে নির্ধারিত হয়েছে ৩১ মার্চ সোমবার। তার আগের দিন ৩০ মার্চ রবিবার আর ১ এপ্রিল মঙ্গলবার রাজ্য সরকারের ছুটি। সব মিলিয়ে তিনদিন ছুটি মিলছে এবারের ঈদুল ফিতরে। এছাড়া ঈদুল আযহা বা বকর ঈদেও মিলছে তিনদিন ছুটি। এনআই অ্যাক্টে ছুটি শনিবার। রাজ্য সরকার ছুটি দিয়েছে ঈদের আগের দিন শুক্রবার। আর রবিবার সরকারি ছুটি। সব মিলিয়ে তিনদিন ছুটি। ছুটি দেওয়া হয়েছে শবেবরাত ও ফাতেয়া দোয়াজ দাহমেও। যদিও রবিবার পড়েছে মুহাররম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct