অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত সাফানগর হাই স্কুল, ব্লক প্রশাসন ও শক্তিবাহিনীর যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরটি আয়োজন করা হয়। এদিনের এই সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, বিএসএফ এর হিলি বিওপির তরফে ইন্সপেক্টর মোহাম্মদ ইকবাল, অক্ষি কুমারী, সঞ্জয় হালদার, অজিত সিং, পার্বতী নাইডু, রানী খুশবু, শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ভিক্টিম সাপোর্ট পার্সন স্বরূপ বসাক ও দেবু সরকার, অঙ্গনওয়াড়ি প্রকল্পের সুপারভাইজার সোনালী দে।
ইন্সপেক্টর অক্ষি কুমারী তাঁর বক্তব্যে কিভাবে মেয়েদের মোবাইলের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে, সেই বিষয়টি তুলে ধরেন। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সকল ছাত্র ও ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জানাগেছে দক্ষিন দিনাজপুর জেলা কে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেলা জুড়ে বিশেষ প্রচার অভিযান। সচেতনতা বাড়াতে মেয়েদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা ও অন্যান্য সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct