চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে বৃহস্পতিবার দুপুরে জয়নগর বিধানসভার বাঘমারি মাদ্রাসায় এক শিক্ষকের অবসর গ্রহন উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল।এদিন জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার বাঘমারি মাদ্রাসার পক্ষ থেকে প্রধান শিক্ষক আব্দুল মোতলেবের তত্ত্বাবধানে মাদ্রাসার শিক্ষক আবদুর রউফ লস্করের অবসরগ্রহণ উপলক্ষে অশ্রুঘন পরিবেশে বিদায়-সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপক শিক্ষক মোফাক্কার হোসেন মল্লিক, বাগমারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, বাগমারি হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক হাসান সরদার,আবদুর রউফ লস্কর, শিক্ষিকা সাবেরা খান,শিক্ষক তথা জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাইজিদ মণ্ডল সহ আরো অনেকে। এদিন অবসর প্রাপ্ত শিক্ষকের কর্মজীবনের নানা দিকের উপর সমবেত গুনীজনেরা আলোকপাত করেন।মেধাবী ছাত্র হিসেবে তাঁর একাডেমিক রেকর্ড প:ব:মা:শিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিততৎকালীন মোট ৩টি পরীক্ষা - মাধ্যমিক সমতুল ‘আলিম’, উ:মা: সমতুল ‘ফাজীল’, এবং গ্রাজুয়েশন সমতুল ‘এম,এম,’ বোর্ড পরীক্ষায় যথাক্রমে ‘২য়’ ‘৪র্থ’ ও ‘৩য়’ র্যাঙ্ক স্থান অধিকার করেছিল। উল্লেখ্য ওইসময় (১৯৮০,১৯৮২,১৯৮৫) এ রাজ্যে কেবলমাত্র চালু থাকা দুটি স্কলারশিপ রিজার্ভ ব্যাঙ্ক প্রদত্ত ‘জাতীয় মেধাবৃত্তি’ ও ‘হাজী মোহাম্মদ মহসিন স্টাইপেন্ড’ লাভ করেন।কলকাতার মৌলানা আজাদ কলেজ, আলীগড় বিশ্ব বিদ্যালয় এবং আলীয়া বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পান। উনি সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি শুরু ছাত্র বয়সে। আরবি উর্দু পত্রিকা থেকে বাংলা অনুবাদের কাজ করেছেন।ছাত্র জীবন থেকেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাঁর সামাজিক সচেতনতার বিকাশ ঘটে।শিক্ষকতা জীবনে বিবিধ সামাজিক সংগঠন, শিক্ষক সংগঠন ও বিজ্ঞান মনস্ক আন্দোলনে অংশ গ্রহণ ও নেতৃত্ব দেন। প্রথম কর্মস্থল খেড়িয়া মাদ্রাসায় শিক্ষক প্রতিনিধি হিসেবে কাজ করেন।২০০৬ সালে বর্তমান মাদ্রাসায় যোগ দেওয়ার অল্প কয়েক বছর পর থেকে অবসর গ্রহণ পর্যন্ত সুদীর্ঘ কাল স্টাফ কাউন্সিলের সম্পাদক হিসেবে এবং কয়েক বছর শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন করেন।বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ক্যুইজ,কেরাত,বিতর্ক, তাৎক্ষনিক বক্তব্য, স্পোর্টস সহ একাধিক সংস্কৃতি মূলক অনুষ্ঠানে অংশ নেন।এদিন তাঁর মতন শিক্ষকের অবসরগ্রহনে ভারাক্রান্ত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষিকা,মাদ্রাসার কর্মচারী থেকে শুরু করে সদ্য অবসর নেওয়া শিক্ষক আবদুর রউফ লস্কর নিজেই।তিনি এদিন বলেন,এই মাদ্রাসা আমাকে যখন ডাকবে আমি চলে আসবো। এই বিদায়ে আমার খুব কস্ট হচ্ছে।তবে লেখালেখি চালিয়ে যাবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct