চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি, আপনজন: বন দফতরের গাফিলতিতে চিকিৎসাধীন এক বিরল প্রজাতির পেঁচা বনদপ্তরের অফিস থেকে আচমকা নিখোঁজ। তদন্তের দাবি জানাল বন্যপ্রেমীরা। গত ২৮ শে অক্টোবরের রাতে বকুলতলা থানার প্রিয়নাথের মোড় এলাকা থেকে একটি বিরল প্রজাতির অসুস্থ পেঁচাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে মানবাধিকার কর্মী মিঠুন মন্ডল ও সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন বন দফতরে তুলে দেওয়ার জন্য। আর তাঁর পরে ২৯ শে অক্টোবর মানবাধিকার সংগঠনের (এপিডিআর) কর্মী মিঠুন মন্ডল ও সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের প্রাণী চিকিৎসক ডা: সোভন বিশ্বাসের কাছে নিয়ে গেলে চিকিৎসক অপারেশনের মাধ্যমে আহত পেঁচাটির ভেঙে যাওয়া ডানার তিন টুকরো হাড় স্টিক দিয়ে বেন্ডেজ করার পর চার রকমের ঔষধ দেন। এবং ২১ দিন পর আবার ঐ পেঁচাটিকে তাঁর কাছে আনতে বলেন। এরপর মানবাধিকার সংগঠনের কর্মী মিঠুন মন্ডল এবং সাংবাদিক উজ্জ্বল বন্দোপাধ্যায় বন দফতরের বারুইপুর রেঞ্জের কুলতলি বনদপ্তরের পিয়ালির বিট অফিসে অসুস্থ পেঁচাটিকে তুলে দিয়ে আসেন প্রয়োজনীয় ওষুধপত্র সহ।চিকিৎসকের কথা মতন ১৯ শে নভেম্বর মঙ্গলবার আবার অসুস্থ পেঁচাটিকে ঐ প্রাণী চিকিৎসকের কাছে আনতে গিয়ে দেখেন পিয়ালি বিট অফিসে ঐ পেঁচাটি নেই।এ ব্যাপারে কুলতলি বন দফতরের পিয়ালি বিট অফিসার জাফর মোল্লা মঙ্গলবার বলেন,চিকিৎসা চলাকালীন পেঁচাটি উড়ে গেছে।এতে তাঁর কিছু করার নেই।কিন্তু তাদের পর্যবেক্ষণে থাকার পরে কি করে অসুস্থ পেঁচাটি পালালো তাঁর উওর তিনি দিতে পারেন নি।কিন্তু একটা আনফিট অসুস্থ পেঁচাটিকে এই ভাবে ছেঁড়ে দেওয়া যায় না বলে মনে করেন ঐ অসুস্থ পেঁচাটির চিকিৎসক ডা: শোভন বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct