নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: সি.পি.আই. (এম) বনগাঁ শহর এরিয়া কমিটির পক্ষ থেকে পৌর প্রধানকে স্মারকলিপি দিতে এসে ফিরলেন তৃণমূলের বোর্ড দ্বারা পরিচালিত বনগাঁ পৌরসভার উন্নয়নমূলক কাজের খতিয়ান সমৃদ্ধ পুস্তিকা নিয়ে ৷ বৃহস্পতিবার ১৪ দফা দাবিতে ওই বাম সংগঠনের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কে স্মারকলিপি প্রদান করা হয় ৷ স্মারকলিপি গ্রহণের আগেই চেয়ারম্যান গোপাল শেঠ কে বনগাঁ পৌরসভার বর্তমান বোর্ডের উন্নয়নমূলক কাজের খতিয়ান সমৃদ্ধ পুস্তিকা বিরোধীদের হতে তুলে দিয়ে স্বাগত জানান ৷ শেষে ওই পুস্তিকা নিয়েই পৌরসভা থেকে বের হতে দেখা যায় ডেপুটেশন দিতে যাওয়া বাম প্রতিনিধিদের ৷
বনগাঁর পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা নিরসনে পৌর প্রধানের দৃষ্টি আকর্ষন করতে এবং দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবী জানান সি.পি.আই. (এম) ৷ বাম সংগঠনের পক্ষ থেকে দেওয়া স্মারক লিপির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল, পৌর আইন অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠন করে নিয়মিত নাগরিকদের মতামত গ্রহন, বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল দেওয়ার লাইন সংযোগের জন্য জি.আই পাইপের পরিবর্তে প্লাস্টিকের পাইপ দেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী জলসরবরাহ করা শুরু এবিষয়ে শ্বেতপত্র প্রকাশ, মাসিক পরিবার পিছু ৩০ টাকা জঞ্জালকর নেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন, ইছামতীর কচুরিপানা পরিষ্কার করা, শহরে যানজট মুক্ত রাখা ইত্যাদি ৷
স্মারকলিপি প্রদানের পর দাবি পত্রের প্রত্যেকটি বিষয় নিয়ে যথাযথ জবাব দেন চেয়ারম্যান গোপাল শেঠ ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘১৪ দফা দাবি নিয়ে পাঁচ জনের প্রতিনিধি আমার কাছে এসেছিলেন, আমরা কাউন্সিলার আধিকারিকরা উপস্থিত ছিলাম ৷ আসলে ওনারা অনেক কিছুই জানতেন না, সেগুলো জেনে গেলেন, আমরা কাজের খতিয়ান এর পুস্তিকাও তুলে দিয়েছি, ওরা সন্তোষ প্রকাশ করে কাজের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে পরিষেবা প্রদানের কোনো ত্রুটি নেই বলেও দাবি করেন গোপাল শেঠ ৷ তিনি আরও বলেন, ইতিমধ্যেই ১৩ টি ওয়ার্ডে, ওয়ার্ড কমিটি গঠন হয়েছে ৷ বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের প্রজেক্ট, জঞ্জালকর সরকারি নির্দেশিকা মেনেই করা হচ্ছে ৷ ইছামতীর কচুরিপানা পরিষ্কার করতে উন্নত মেশিনের ব্যবস্থা করা হয়েছে, জল নিকাশি ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান এর কাজ চলছে বলেও জানান চেয়ারম্যান গোপাল ৷
এ দিন দীর্ঘ বৈঠক শেষে বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে কি আলোচনা হল সে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দাবি পত্রের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের দাবি তুলে ধরেছি, পৌরপ্রধান যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ৷ পৌরপ্রধান উন্নয়নের ক্ষেত্রে উপযুক্ত পরামর্শ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct