এহসানুল হক, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ফের তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল তৃণমূলের সম্মান রক্ষা কমিটির নামে। এবার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল । বৃহস্পতিবার সকালে বাদুড়িয়া বিভিন্ন এলাকায় পোস্টারগুলি দেখা যায়। পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি। তবে এই পোস্টারকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বাদুড়িয়ায়। বৃহস্পতিবার সকালে রাস্তার ধারে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায় পোস্টার। সেখানে বুরহানুল লিটনের নামে মূলত ৩টি অভিযোগ আনা হয়েছে। পোস্টারে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলির নামে দলের কর্মীদের থেকে তোলাবাজি করেছেন লিটন। বাদুড়িয়া পুরসভার নামে অবৈধ টোল ট্যাক্স তুলছেন তিনি। এছাড়া, আবাস যোজনার নামে দলের কর্মী ও গ্রামবাসীদের থেকে টাকা তোলা ও তাদের শাসানোর মূল পান্ডা বলে উল্লেখ করা হয়েছে তাঁকে।
পোস্টার ঘিরে বাদুড়িয়া শহরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এব্যাপারে অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই বিষয়ে বসিরহাট সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন, ‘সবার হাতে কলম ও কাগজ রয়েছে। তাই যে কেউ যা খুশি লিখতে পারে। এসবের কোনও মানে নেই, তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যই এইসব করে বেড়াচ্ছে বিরোধীরা, এদিন তিনি আরো বলেন পঞ্চায়েত ভোট তো অনেক আগেই হয়ে গিয়েছে তখন তো এইসব অভিযোগ বলার কথা ছিল, এখন কেন।’ স্থানীয় বিজেপি নেতা কাশেম আলি বলেন, তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিমের নামে ভুরিভুরি অভিযোগ রয়েছে, আজ দলের কর্মকর্তা রায় সেই খোব উগরে দিলেন পোস্টারের মাধ্যমে, অন্যায় কোনদিন চেপে থাকেনা, যারা এই কাজটি করেছেন সেই সব তৃণমূল নেতাদের ধন্যবাদ জানাই। এই বিষয় নিয়ে বাদুড়িয়া টাউন কংগ্রেসের সভাপতি অসীম ব্যানার্জি তিনি বলেন, আমরা কয়েকটি ইলেকট্রিক মিডিয়ায় এই খবর দেখেছি, আমরা বলব যদি সত্যিই এই ঘটনা ঘটে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এই ঘটনা নিয়ে সরকারে যারা দায়িত্বে রয়েছেন তারা অবিলম্বে তদন্তে নামুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct