নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শিশুদের অধিকার নিয়ে খবর লেখার জন্য ‘শিশুশ্রী’ পুরস্কার পেলেন সাংবাদিক মুহাম্মদ আসিফ, মনসুর হাবিবুল্লাহ প্রমুখ। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন কর্তৃক কলকাতার নন্দনে বৃহস্পতিবার তাকে পুরস্কৃত করা হয়। বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় তাকে মেমেন্টও তুলে দেন। রাজ্য সভার প্রাক্তন সাংসদ তদা নাট্যকার অর্পিতা ঘোষ সার্টিফিকেট দেন। এদিন ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার বর্ধানের সাংবাদিক মুহাম্মদ আসিফ, বর্তমান পত্রিকার কোচবিহারের সাংবাদিক মনসুর হাবিবুল্লাহ সহ রাজ্যের নয়জন সাংবাদিককে এদিন শিশুশ্রী পুরস্কার দেওয়া হয়।
দিনহাটার দড়িবস জারি ধরলা এলাকার মাধ্যমিক ছাত্র ছাত্রীদের পরীক্ষা দেওয়ার কষ্টের কথা তুলে ধরেন মনসুর হাবিবুল্লাহ। নদীর চর পেরিয়ে বিএসএফ চেকিং অতিক্রম করতে তাদের প্রায় তিন ঘন্টা সময় লাগতো। এত বাধা বিঘ্ন পেরিয়ে অনেকেই পরীক্ষা দিতে অনেকেই অনিচ্ছুক ছিল। এই খবর প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন ও বিএসএফের কর্তারা। ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। সকলেই পাস করে। শিশুদের এই অধিকার জনসম্মুখে তুলে ধরার জন্যই পুরস্কৃত হলেন মনসুর হাবিবুল্লাহ।
আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে আয়োিজত এই অনুষ্ঠান নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা অডিও বার্তায় অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, এই আয়োগের অ্যাডভাইজার সুদেষ্ণা রায়, ইউনিসেফের পশ্চিমবঙ্গের প্রধান ডঃ মনজুর হোসেন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষ, বিশিষ্ট সাংবাদিক রাজাময় মুখোপাধ্যায় , গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, নাট্যকার অর্পিতা ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহুয়া সাতরা।
পুরস্কার পেয়ে মুহাম্মদ আসিফ জানান, ইংরেজি প্রিন্ট মিডিয়ায় শিশু অধিকার সংক্রান্ত সেরা প্রতিবেদন লেখার জন্য শিশুশ্রী পুরস্কার ২০২৪পরপর তিন বছর পেয়ে আমি গর্বিত এবং সম্মানিত।
মনসুর হাবিবুল্লাহ বলেন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের কাছে আমি কৃতজ্ঞ। এই সম্মান আমাকে আরো ভালো লেখার উৎসাহ যোগাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct