দেবাশীষ পাল, মালদা, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পে গাজোলে স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ কর্মসূচি হয় গাজোলের বটতলী এলাকায় এক বেসরকারি নার্সারিতে। বৃহস্পতিবার ফিতা কেটে কর্মসূচির সূচনা হয়, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নোডাল অফিসার আসিফ ইকবাল,জয়েন্ট বিডিও সোহেল শাহাওয়াত ,উৎকর্ষ বাংলার গাজোলের আধিকারিক অমিত হালদার, উৎকর্ষ বাংলা প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ শিক্ষিকা সমাপ্তি ঠিকাদার সহ অন্যান্যরা।জানা গিয়েছে, প্রশিক্ষণে রয়েছে ৩০ জন প্রশিক্ষণ মহিলারা। তাদের ফ্রি কোর্স ৯০ দিনের জন্য, প্রতিদিন তাদের চার ঘণ্টা করে প্রশিক্ষণ করতে হবে।তাদের মাসে ৮০% প্রেজেন্ট থাকতে হবে । নইলে পরীক্ষাতে বসতে পারবেন না।এমনি বার্তা দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীদের । উৎকর্ষ বাংলা প্রকল্পের আধিকারিক নোডাল অফিসার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীদের এই প্রশিক্ষণ কর্মসূচি দেওয়া হচ্ছে যাতে আগামী দিন তাদের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন কিছু করতে পারে। সেই দিক তাকিয়ে এই ধরনের এমনই কর্মসূচি উদ্যোগে নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা কোনরকম থাকলে তারা সেগুলোও পেতে পারেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct