সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ঘটনার জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেই রাজ্য সরকার,তার পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে নাজেহাল হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে বিজনেসম্যান ও বিভিন্ন অফিসের কর্মীরা,পূর্বেই ঘোষণা করেছে সরকার শুধু মাত্র মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ তাই মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ডোমকল রাণীনগরের মানুষ নদীয়ার গোপালপুর ঘাট সহ করিমপুরে বিভিন্ন পার্কে ভিড় জমাচ্ছে ইন্টারনেট পরিষেবা নেওয়ার জন্য।মুর্শিদাবাদ জেল জুড়ে ইন্টারনেট গত ১৭ নভেম্বর তারিখ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার তারপর আবারও সেই সময়সীমা বাড়িয়ে ২১ শে নভেম্বর পেরিয়ে গেলো ইন্টারনেট পরিষেবা চালু না হওয়ায় চিন্তিত অনেকেই।আর সেই কারণে মুর্শিদাবাদের মানুষ বিশেষ করে যারা অনলাইন ভরসায় থাকেন তারা নদীয়া জেলায় ভিড় করছে। এমনকি ইন্টারবেন্ট পরিষেবা নিতে যাওয়া জলঙ্গীর রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান বর্তমানে সমস্ত কিছুই অনলাইন হওয়ায় অনেক সমস্যায় পড়তে হয়েছে জেলা বাসীকে,বিশেষ করে ব্যাঙ্ক ,অফিস থেকে শুরু করে অনলাইন কাজ করতে না পেরে পাশের জেলা নদিয়ায় ভিড় করেছে ইন্টারনেট পরিষেবা নেওয়ার জন্য।কেও বা মোটর সাইকেল আবার কেও চার চাকা নিয়ে পৌঁছিয়ে গিয়েছে নদীয়া জেলায়।তেমনি ভাবে আমি নিজেও আর্থিক লেনদেনের জন্য নদীয়ার গোপালপুর ঘাট এলাকায় এসেছি এখানে ভালোই ইন্টারনেট পরিষেবা পাচ্ছি। ইন্টারনেট বন্ধ থাকায় জেলাবাসী প্রবল সমস্যার মধ্যে। বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত আবার ব্যাংক সহ জমি রেজিস্ট্রি অফিস সব ক্ষেত্রে ইন্টারনেট এর উপর ভরসা। বর্তমানে পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে গেলেও অনলাই নিতে হয় সেই সব কাজ হচ্ছে না,ব্যাংকে কোন লেনদেন করা সম্ভব হচ্ছে না, বিডিও অফিসে কোন অনলাইনের কাজ করতে পারছেন না। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ডোমকল এসডিও অফিসে ডেপুটেশন জমা দেন এলাকার ব্যাবসিক থেকে সাংবাদিক বন্ধুরা। আদতে কবে চালু হবে ইন্টারনেট পরিষেবা সেই দিকেই তাকিয়ে জেলাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct