এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: অনেকের মতে ‘মাদ্রাসা মানেই ধর্মীয় শিক্ষার অনুশীলন’ আর এই বদ্ধ ধারণা থেকে মুক্তি দিচ্ছে স্বয়ং মাদ্রাসা ছাত্রীরাই ৷ ‘বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটি’র উদ্যোগে এবং ‘আমেরিকান সেন্টারে’র সহযোগিতায় ‘মেয়েদের ক্ষমতায়ন’ শীর্ষক অনুষ্ঠান দেশ-বিদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞদের সম্মুখে সম্পূর্ণ ইংরেজিতে দলবদ্ধভাবে বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাক লাগাচ্ছে মাদ্রাসার ছাত্রীরা ৷ জানা গিয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে মেয়েদেরকে এগিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ৷ বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের শিক্ষার্থীরা কলকাতা আমেরিকান সেন্টারে ওই অনুষ্ঠানে মডেল প্রদর্শন করে নজর কাড়ে ৷ হাতিয়াড়া গার্লস এবং আখড়া গার্লস মাদ্রাসার শিক্ষার্থীরা আমেরিকান সেন্টারে এলডিআর (লাইট ডিপেন্ডেন্ট রেসিস্টর) ব্যবহার করে ‘স্বয়ংক্রিয় স্ট্রিটলাইট সিস্টেম’ প্রকল্পে তাদের কর্মক্ষমতা উপস্থাপন করে । শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য ।’ মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের কথায় বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকান সেন্টারে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে তত্ত্বাবধান করছেন পর্ষদের সভাপতি ড. আবু তাহের কমরুউদ্দিন, উপ-সচিব আজিজার রহমানরা ৷ বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা বোর্ড নিয়ে অনেক সমালোচনা শোনা গেলেও মাদ্রাসা শিক্ষার্থীদের এমন সাফল্যে মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসা বোর্ডের গৌরব বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই ৷ পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দীন বলেন, ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সময়ের সাথে সঙ্গতি রেখে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যায় অনলাইন নিবন্ধন, গ্রীষ্মকালীন প্রকল্প, জীবন দক্ষতা প্রশিক্ষণ, সেমিস্টার সিস্টেম প্রশিক্ষণ, শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ইত্যাদি যা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন স্তরে নিয়ে এসেছে । এসব কিছুর জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এমআইসি এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে ধন্যবাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct