মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত পূর্ব বর্ধমানের বর্ধমান উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা। মেলার প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনার বিষয়টি পর্যালোচনা করতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্যের আরেক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানি এ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
ক্রেতা সুরক্ষা মেলা উপলক্ষে মন্ত্রী বিপ্লব মিত্র মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মেলায় ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। থাকছে ক্রেতা সুরক্ষার বিভিন্ন বিষয়ে সচেতনতা শিবির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। মেলায় ভোক্তা অধিকার সংক্রান্ত প্রচার, অভিযোগ জানানোর পদ্ধতি এবং পণ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
জেলা শাসক আয়েশা রানি এ. মেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ের উপর জোর দেন। বৈঠকে মেলা প্রাঙ্গণের পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য প্রবেশ ও গাড়ি পার্কিং ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়।
পূর্ব বর্ধমান জেলার জনগণের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলার মাধ্যমে ক্রেতাদের সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের অধিকার রক্ষায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct