আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে গরুর মাংস এনে তা মহিষের মাংস হিসেবে রফতানির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ ৪ কোটি টাকা মূল্যের ১৫৩ টন প্যাকেটজাত মাংস বাজেয়াপ্ত করে পরে ধ্বংস করে দেওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে অন্যতম হলেন হিমঘরের মালিক পুরান জোশী (৫১), ম্যানেজার অক্ষয় সাক্সেনা (৩৪), ট্রাক চালক শিব শঙ্কর (৩৫), সহায়ক শচীন কুমার (২৪) প্রমুখ। গ্রেটার নয়ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অমিত প্রতাপ সিং বলেন, নকল ব্র্যান্ডের মহিষের মাংসের অধীনে মাংসগুলি (হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল) এবং গত কয়েক মাসে কী পরিমাণ মাংস পরিবহন করা হয়েছিল তার বিশদ সংগ্রহ করছি আমরা। এ বিষয়ে গো রক্ষা সমিতির গাজিয়াবাদের জেলা সভাপতি সুমিত শর্মা পুলিশকে খবর দেন। তিনি বলেন, আমাদের কাছে খবর ছিল গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে এবং গ্রেটার নয়ডার একটি হিমঘরে সংরক্ষণ করা হচ্ছে। আমরা ৯ নভেম্বর পুলিশকে সতর্ক করি এবং লুহারলি টোল প্লাজায় পৌঁছাই। চালক বলেছিলেন তিনি পশ্চিমবঙ্গ থেকে আসছেন এবং গ্রেটার নয়ডার দাদরির একটি হিমঘরে মাংস পৌঁছে দেওয়ার কথা ছিল। মাংসের নমুনা ফরেনসিক রিপোর্টের জন্য মথুরায় পাঠায় পুলিশ। গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অশোক কুমার বলেন, শনিবার ল্যাবরেটরির রিপোর্ট পাওয়ার পর জানা যায়, এটি ছিল গোমাংস। ১৯৫৫ সালের উত্তরপ্রদেশ গোহত্যা প্রতিরোধ আইনে রাজ্যে গরু ও তাদের বংশধর জবাই নিষিদ্ধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct