আপনজন ডেস্ক: ভারতের শীর্ষ ধনী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্কিন কৌঁসুলিরা এসব গ্রেফতারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন বলে আদালত সূত্র ঊল্লেখ্য করে সংবাদসংস্থা জানিয়েছে।
এর আগে বুধবার আমেরিকার নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এরপরই গৌতম আদানি ও তার ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। সাগর আদানি গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠান আদানি গ্রিনের পরিচালক। তা ছাড়া বর্তমানে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটির ‘কৌশলগত ও আর্থিক বিষয়গুলো’ তদারকি করেন।
বুধবার অভিযোগে বলা হয়েছিল, গৌতম আদানি ও তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁরা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।
মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দফতর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে। আমেরিকার কেন্দ্রীয় কৌঁসুলিরা বলেছেন, আসামিরা ভারতীয় কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিলেন। বিনিময়ে তাদের ২০ বছরের মেয়াদে এমন কিছু প্রকল্পের কাজ দেওয়ার কথা ছিল, যেখান থেকে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল। তা ছাড়া এসব ঘুষের বিনিময়ে আদানি গ্রুপকে ভারতে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ দিতেও সম্মত হয়েছিলেন অভিযুক্ত ভারতীয় কর্মকর্তারা।
এক বিবৃতিতে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন। পাশাপাশি তারা ‘সম্ভাব্য সব আইনি ব্যবস্থা’ গ্রহণের কথা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct