অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট পুরসভার ভাগাড় পরিদর্শনে গেলেন চেয়ারম্যান। ভাগাড় পরিদর্শনের সময় চেয়ারম্যান ছাড়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য আধিকারিকেরা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে পুরো প্রকল্পটি বাস্তবায়িত করবার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলেই বালুরঘাট পৌরসভা সূত্রে জানা গিয়েছে। মূলত, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এদিন পরিদর্শনে যান চেয়ারম্যান।
উল্লেখ্য, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি লালমাটা এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার বিশাল বড় ডাম্পিং গ্রাউন্ড। এখানেই সমগ্র বালুরঘাট শহরের বর্জ্য ফেলা হয়। সেখানেই রয়েছে পুরসভার ভাগার। সেখানেই চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ।সিগ্রিগেশন মেশিনে পৃথকীকরণ প্রক্রিয়া চলছে মাটি ও প্লাস্টিকের। সেখানেই পুরো ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন উপস্থিত হন পুরসভার চেয়ারম্যান।
এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, ‘আমরা এই প্রজেক্টটির জন্য প্রপোজাল পাঠিয়েছিলাম। সেই মতো প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রকল্পকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করবার জন্য গার্ড রুম, রোড, ড্রেনেজ ইত্যাদি সমস্ত প্রকল্প মিলিয়ে যে কাজ, সেটির সূচনা হয়েছে। এতে আমরা খুবই খুশি। আগামী দিনে এখানে কোনরকম নোংরা আবর্জনা আর থাকবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct