আসিফা লস্কর, ডায়মন্ডহারবার, আপনজন: কিডনির সমস্যার রোগীর রক্তের নমুনার ভুল রিপোর্টের অভিযোগ ডায়মন্ড হারবারের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এরই জেরে ডোনার জোগাড় করেও রক্তের নমুনার ভুল রিপোর্টের কারনে কিডনি না পেয়ে মরণাপন্ন দক্ষিণ ২৪ পরগনার কুলপির রাজনগরের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা। কাঠগড়ায় ডায়মন্ড হারবার এর বেসরকারি ডায়গনস্টিক সেন্টার। ঘটনার তদন্তের দাবি জানিয়ে ডায়মন্ডহারবার থানায় অভিযোগ রোগীর পরিবারের। রোগীর পরিবারের লোকজন জানান, কুলপি রাজনগরের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা প্রায় এক বছর কিডনির সমস্যায় ভুগছিলেন । ডায়ালিসিস করে চলছিল চিকিৎসা। এরই মাঝে পরিবারের লোকজন কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাতে ডায়মন্ডহারবারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে রক্তের নমুনা পরীক্ষা করে। অভিযোগ সেই সময় রিপোর্টে রোগীর রক্তের নমুনা আসে বি পজিটিভ সেভাবেই চলছিল চিকিৎসা। পরিবারের লোকজন নিজেদের শেষ সম্বল বেচে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি একই রক্তের গ্রুপের কিডনি ডোনারও খুঁজে বের করেন। বিপত্তি ঘটে এর পরই কিডনি প্রতিস্থাপনের জন্য পুনরায় অন্যত্র রক্তের নমুনা পরীক্ষা করলে দেখা যায় জাহাঙ্গীর মোল্লার রক্তের গ্রুপ A পজিটিভ। রক্তের গ্রুপের পরীক্ষা সঠিকভাবে জানতে পুনরায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে রোগীর পরিবারের লোকজনকে জানান তাদের রিপোর্ট সঠিক পরে পুনরায় নিজেরাই রক্তের নমুনা পরীক্ষা করলে জাহাঙ্গীর মোল্লা রক্তের গ্রুপ A পজিটিভ আসে। রক্তের গ্রুপ নির্বাচনে ভুল রিপোর্ট দেওয়াতে কিডনি প্রতিস্থাপনের জন্য একই রক্তের গ্রুপের কিডনি ডোনার জোগাড় করেও ডায়াগনস্টিক সেন্টার এর ভুল রিপোর্টের ফলেই শেষ পথে ডোনার হারিয়ে মরণাপন্ন জাহাঙ্গীর মোল্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct