নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: কংগ্রেসের জেলা পরিষদের সদস্য মহম্মদ আমিনুল হকের উদ্যোগে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের কাটা গাড়ি খালে নির্মিত হবে কালভার্ট। বুধবার ফিতা কেটে সেই কালভার্টের শিলান্যাস করলেন আমিনুল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিওরের চাকলা মাঠে প্রায় পাঁচশো বিঘা জমি রয়েছে। কাটা গাড়ি খালের উপর কোনও কালভার্ট না থাকার কারণে মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে বড় সমস্যা হতো চাষিদের।
বিশেষ করে বর্ষার সময় ঘুর পথে ফসল বাড়িতে নিয়ে আসতে হতো। গত পঞ্চায়েত ভোটের সময় আমিনুলের কাছে এলাকার মানুষ কালভার্টের দাবি করেছিলেন। সেই দাবি রাখলেন তিনি।
আমিনুল বলেন, দক্ষিণ তালসুর, গহমাবাদ, মৌলবি টোলা ও কাশ্মীর টোলার মানুষ মাঠের ফসল তুলে নিয়ে আসতে খুব কষ্ট হতো। গত পঞ্চায়েত ভোটের সময় কথা দিয়েছিলাম।সেই কথা রাখলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct