জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার লোকসভা ভোটে তার বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পিছিয়ে পড়ার কারণ নিয়ে ক্ষুব্ধ এবং চিন্তিত। মাত্র ৮ হাজার ভোটের ব্যবধানে বিজেপির কাছে পিছিয়ে পড়া মেনে নিতে পারছিলেন না তিনি। এই কারণেই তিনি একটি পরিকল্পনা নেন যে, তার বিধানসভার যেসব এলাকায় ভোট কম পড়েছে বা বিজেপির পক্ষে গেছে, সেখানে তিনি ব্যক্তিগতভাবে যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন এবং সমস্যাগুলি বুঝে তা সমাধানের চেষ্টা করবেন।
বুধবার সকালে তিনি কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্যাস গোডাউন থেকে তার পদযাত্রা শুরু করেন। গ্রাম থেকে গ্রাম, পাড়ায় পাড়ায় ঘুরে তিনি মানুষের অভাব-অভিযোগ শোনেন। কোথাও তিনি ভালোবাসা পান, আবার কোথাও পড়তে হয় বিক্ষোভের মুখে। তবুও তিনি ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং বারবার বলেন, “যেখানেই অসুবিধা হোক, আমি সেটি সংশোধন করব।”পদযাত্রার সময় তিনি মানুষের কাছে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি, এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি প্রতিশ্রুতি দেন তা সমাধানের। একটি মিড ডে মিল সেন্টার পরিদর্শন করে তিনি খাবারের গুণমান যাচাই করেন এবং নিশ্চিত করেন যে বাচ্চারা সঠিকভাবে পুষ্টিকর খাবার পাচ্ছে। তিনি স্বীকার করেন যে কিছু ক্ষেত্রে হয়তো ভুল হয়েছে, কিন্তু সেগুলি শুধরে নেওয়ার অঙ্গীকার করেন। বিজেপি নেতা সুরেশ সাউ এই পদক্ষেপকে কটাক্ষ করে বলেন, “বিজেপির সদস্য অভিযান দেখে বিধায়ক এইসব করছেন।” তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে, যেখানেই বিধায়ক যাচ্ছেন সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
বিধায়ক অসিত মজুমদার এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “চুঁচুড়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। আমাদের কোনো ভুল থাকলে তা শুধরে নেব। কিন্তু তার মানে এই নয় যে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct