সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরেটা যতটা ঝা চকচকে গেটের ভেতরে ঢুকলে ততটাই দুর্গন্ধ। হাসপাতাল চত্বরে রয়েছে আবর্জনা স্তূপ, চারিদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়োমেডিকেল ওয়েস্ট। এই বায়ো মেডিকেল ওয়েস্ট যেখানে সেখানে ফেলা যায় না। এই বায়ো মেডিকেল ওয়েস্ট থেকে বিরল রোগ ছড়াতে পারে। ভ্যাট উপচে পড়ছে আবর্জনা । আবর্জনা স্তুপের পাশেই রয়েছে রোগীর আত্মীয়দের বসার জায়গা । চরম সমস্যায় রোগী রোগীর আত্মীয়রা। রোগীর আত্মীয়দের দাবি হাসপাতালে রোগী নিয়ে এসে নিজেরাই রোগগ্রস্ত হয়ে পড়বেন। এই আবর্জনা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা। স্বাভাবিকভাবেই হাসপাতালের সাফ সাফাই নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতাল চত্বর পরিষ্কার থাকা দরকার যাতে কর্তৃপক্ষ তাড়াতাড়ি এই নোংরা আবর্জনা পরিষ্কার করে তারই দাবি জানিয়েছেন তারা।
হাসপাতাল সুপারের দাবি ওই স্থানে বায়ো মেডিকেল ওয়েস্ট থাকার কথা নয় তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সাফাইয়ের গাড়ি কম থাকার জন্য এবং রোগীর পরিমাণ বেশি থাকার জন্য ওইখানে আবর্জনা জমেছে। বিষয়টি হাসপাতালে পক্ষ থেকে পৌরসভা কে জানানো হয়েছে পরিষ্কার করার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct