আপনজন ডেস্ক: মিত্র দেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা পাওয়া বন্ধ হয়ে গেলে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন হেরে যাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সহায়তা বন্ধ করে, আমরা হেরে যাবো।জেলেনস্কি বলেন, যদি তারা (যুক্তরাষ্ট্র) সহায়তা বন্ধ করে, তবে আমরা হেরে যাবো। আমরা লড়াই চালিয়ে যাবো। আমাদের নিজস্ব উৎপাদন সক্ষমতা রয়েছে। কিন্তু সেটি জয়লাভের জন্য যথেষ্ট নয়। এমনকি টিকে থাকার জন্যও তা যথেষ্ট নয়।এদিকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তিনি ঠিক কীভাবে এটি করবেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে ইউক্রেনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে পাঠানো কোটি কোটি ডলারের সামরিক সহায়তার সমালোচনা করেছেন ট্রাম্প।এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরও বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের মিত্ররা। তাদের মতে, এটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’।জেলেনস্কি ফক্স নিউজকে বলেন, আমরা জানি, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, ট্রাম্পের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করতে প্রভাবিত করা সম্ভব হতে পারে। কারণ ট্রাম্প ‘পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী’।ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পুতিন ইচ্ছা করলে এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে তা যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভর করে। পুতিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct