আপনজন ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চারজন সেনা এবং একজন পুলিশ কর্মকর্তা। প্রেসিডেন্টের অভিষেকের ঠিক দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওই চক্রান্ত হয়। লুলা ছাড়াও তার ভাইস-প্রেসিডেনশিয়াল রানিং মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যারও ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।লুলা ২০২২ সালের অক্টোবরে নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন ক্ষমতাসীন জাইর বলসোনারোকে পরাজিত করেন তিনি। কখনই প্রকাশ্যে পরাজয় স্বীকার করেননি বলসোনারো।সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, লুলার শপথ নেয়ার এক সপ্তাহ পর বলসোনারো সমর্থকরা কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টে প্রাসাদে হামলা চালায় এবং ভবনগুলো ভাঙচুর করে। পুলিশ শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের সরাতে সক্ষম হয় এবং কয়েক হাজার জনকে আটক করে।হামলা–ভাঙচুরের তদন্তের পাশাপাশি লুলাকে শপথ নেয়া থেকে আটকানোর জন্য কথিত প্রচেষ্টার তদন্ত চলছে। তবে, এই প্রথম পুলিশ লুলাকে হত্যার অভিযোগের বিষয়টি প্রকাশ করেছে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মন্ত্রী পাওলো পিমেন্তা বলেছেন, লুলা এবং অ্যালকমিনকে হত্যার কথিত চক্রান্ত নিয়ে তদন্ত এগোচ্ছে।ব্রাজিলের নিউজ সাইট জি ওয়ান বলছে, বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সক্রিয় সদস্য এবং পঞ্চমজন পুলিশ বাহিনীর একজন কর্মরত সদস্য। ব্রাজিলের ফেডারেল পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, চক্রান্তকারীরা শুধু নির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্টকে হত্যা করার পরিকল্পনা করেনি বরং তাদের অভ্যুত্থান সফল হলে সুপ্রিম কোর্টের একজন সদস্যকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct