এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: করোনা পরবর্তী সময়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজ্যের মধ্যে প্রথম নবম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সূচনা করে দৃষ্টান্ত স্থাপন করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এবার ২০২৪-২৫ শিক্ষা বর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমতুল্য আলিম ও ফাজিল পরীক্ষা-২০২৫ এর তালিকাভুক্তি প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে সম্পন্ন হওয়ার বিজ্ঞপ্তি জারি হওয়ায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মুকুটে নতুন পালক যুক্ত হলো। বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদনের জন্য পোর্টালটি ৩রা ডিসেম্বর খোলা হবে। ৩রা ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত জরিমানা ছাড়াই ফর্ম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। এই সময়সীমার কেউ আবেদন করতে না পারলে জরিমানা দিয়ে ফর্ম পূরণের সুযোগ থাকবে ২০ই ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। বিশেষ জরিমানা দিয়ে ফর্ম পূরণের সুযোগ থাকছে ২৬শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। আবেদন করার জন্য লগইন করতে হবে https://wbbmeexam.org/ তালিকাভুক্তি প্রক্রিয়ার জন্য বিস্তারিত নির্দেশাবলি এবং নির্দেশিকা মাদ্রাসা শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। তালিকাভুক্তির বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে সোম থেকে শনিবার, সকাল ১০.০০ থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত 9007738041 হেল্পলাইন নম্বরে বা wbbmeexamination@gmail.com এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে বোর্ডের তরফে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন ‘আপনজন’ প্রতিনিধিকে বলেন, ‘আমরাই সর্বপ্রথম কোভিড পরবর্তী সময়ে নবম এবং একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন অনলাইন মাধ্যমে চালু করেছিলাম, এবার ২০২৪-২৫ শিক্ষা বর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমতুল্য আলিম ও ফাজিল পরীক্ষা-২০২৫ এর তালিকাভুক্তি প্রক্রিয়াও অনলাইন মাধ্যমে চালু করা হল। আমরা ডিজিলকরণ চালু করেছি, পরীক্ষার্থীদের খাতা রিভিউ এবং স্কুটনির আবেদনেরও সুযোগ থাকছে অনলাইনের মাধ্যমে।’ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রযুক্তিগত উত্তরণের কথা তুলে ধরে বোর্ড সভাপতি বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছি। একবিংশ শতাব্দীর যে শিক্ষা পদ্ধতি, বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইসলামী ঐতিহ্যের সংমিশ্রণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবমিলিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আধুনিকতার সাথে তাল মিলিয়ে মাদ্রাসার ঐতিহ্য বজায় রাখার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct