সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার সিউড়ি পৌরসভার উদ্যোগে আমরুত ২ জল সরবরাহ প্রকল্পের শুভ শিলান্যাস করা হয় সোমবার। পৌরসভা এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এনিয়ে নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন নেতা মন্ত্রীদের ও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।খোদ সাংসদ শতাব্দী রায়ও বিক্ষোভের মুখে পড়েছিলেন। উল্লেখ্য, সিউড়ী পৌরসভা এলাকায় জল সমস্যা দীর্ঘদিনের। এই জল সমস্যার জেরে বারংবার প্রশাসন এবং পৌরসভার দারস্থ হয়েছেন সাধারণ মানুষ । তবে তাতেও হয়নি কোন সুরাহা । তবে এবার আমরুত ভারত প্রকল্পের আওতায় থাকা ৪টি জলের ট্যাংক ও পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে । ৮৭ কোটি ৪লক্ষ টাকা ব্যয়ে হতে চলেছে এই প্রকল্পের কাজ ।১৮ নভেম্বর এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তারই শিল্যান্যাস করা হয়। সেখানেই এবার জল সমস্যার জেরে পৌরসভা এলাকায় ভোট কমার ইঙ্গিত দিলেন তিনি। তবে সংবাদমাধ্যমের কাছে তিনি জল সমস্যার পাশাপাশি আরও কিছু সমস্যা আছে বলে জানান। যার জন্য তিনি বলেই ফেলেন এখানে আসতে ভয় লাগে।
এছাড়াও বলেন সমস্যা আরো অনেক কিছুই আছে তবে সিউড়ির মানুষ প্রথম থেকেই জলের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা একটা কারণ হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, জেলা শাসক বিধান রায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অন্যদিকে, কেন্দ্রের প্রকল্পে কেবল রাজ্যের উল্লেখ , কিন্তু সেখানে নাম নেই কেন্দ্রের তা নিয়ে শতাব্দীর মন্তব্য,” ওখানে ৫০% শেয়ার আমাদেরও আছে।
অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার প্রসঙ্গে তার মন্তব্য, এখনো কোন তারিখ ঠিক নেই, বা দেখা করার বিষয় নেই।দেখা হলে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct