মারুফা খাতুন, নিউ টাউন, আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাক পরিদর্শন শুরু হল মঙ্গলবার। এদিন প্রথম দিনের পরিদর্শনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে ন্যাক পরিদর্শক দল কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটি, রেজিস্ট্রার, অ্যন্টি ব়্যাগিং কমিটি, ইন্টারনাল কমপ্লেন কমিটি, অ্যাডমিশন সেল, পরীক্ষা নিয়ামক অফিসে গিয়ে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট নেন। আলিয়ার বিভিন্ন শাখা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এমবিএ, ফিজিক্স প্রভৃতি বিভাগ পরিদর্শন করে ন্যাকের দল। তারা নিউ টাউন ক্যাম্পারে মূল লাইব্রেরিতেও যান।
এদিন ন্যাক পরিদর্শক দলকে অভ্যর্থনা জানান সংখ্যালঘূ দফতরের সচিব পিবি সালিম। তিনি ছাড়াও ছিলেন সংখ্যালঘূ দফতরের সচিব জিএইচ ওবায়দুর রহমান, স্পেশাল কমিশনার শাকিল আহমেদ প্রমুখ।
আলিয়া সূত্রে জানা গেছে, ন্যাক পরিদর্শক দল আজ বুধবার তালতলা ক্যাম্পাস ভিজিট করবে। তারপর যাবে পার্ক সার্কাস ক্যাম্পাসে। সেখানে একটি সংস্কৃতিক অনুষ্ঠানেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে। এরপর বৃহস্পতিবার শেষ দিনে পুনরায় নিউ টাউন ক্যাম্পাসে অবশিষ্ট পরিদর্শনের পর ন্যাক দল তাদের রিপোর্ট তৈরি করবেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct