সন্ন্যাসী কাউরী, মেচেদা, আপনজন: আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসকের উপর নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ দিন পার। আজো বিচার পাই নি নির্যাতিতার পরিবার। দ্রুত বিচার করে প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলেন মেছেদাবাসী। মঙ্গলবার মেচেদার পাঁচ মাথার মোড়ে শিক্ষক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী সহ সর্বস্তরের মানুষ দ্রোহসভা ও মশাল মিছিলে সামিল হন। মিছিল সভা থেকে দ্রুত বিচার এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আন্দোলনকারীরা। এদিনের সভায় বক্তব্য রাখেন অধ্যাপক পিন্টু দাস, বীণাপাণি প্রধান, লক্ষীকান্ত মাইতি, রাম পদ পাখিরা, কেষ্ট দোলই, ডাঃ বিশ্বনাথ পড়িয়া প্রমুখ। ঘটনার পর থেকেই জুনিয়র ডাক্তারদের আহ্বানে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। পশ্চিমবাংলার নাগরিক সমাজ এই আন্দোলনের পাশে রয়েছে। তাদের আন্দোলনকে সংহতি জানিয়ে মেচেদাবাসী বারবার পথে নেমেছেন আজও একই দাবিতে মেচেদার সুশীল সমাজ পথে নেমেছেন । এ কথা বলেন অধ্যাপক পিন্টু দাস। তিনি আরো বলেন, রাজ্য সরকারকে বাধ্য করিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি মানাতে। কিন্তু দোষীরা সকলে আজও চিহ্নিতকরণ হয়নি এবং তাদের বিচার হয়নি। আন্দোলনকে ধ্বংস করার জন্য শাসকের পক্ষ থেকে নানা ষড়যন্ত্র ও মিথ্যা প্রচার চলছে। সমস্ত প্রকার ষড়যন্ত্রকে মোকাবিলা করে এই আন্দোলনকে তার মূল দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিমবাংলার নাগরিক সমাজের সাথে মেছেদাবাসীও সামিল হয়েছেন। অভয়ার পরিবার বিচার না পেলে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন বক্তারা।এমন দাবি করছে তৃণমূল। অপরদিকে বিজেপির দাবি কত তলা বাড়ি সেটা দেখা হয় না। যে কাট মানি দিলেই নাম তালিকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct