নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সারা দেশ জুড়ে বেড়ে চলা নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, যৌতুকের নামে অমানবিক নির্যাতন, সরকারি নিরাপত্তা ও অধিকার থেকে বঞ্চনার বিরুদ্ধে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল কলকাতায়। আজ এসডিপিআই-এর রাজ্য অফিস থেকে মল্লিক বাজার ও পার্ক সার্কাস ৭ পয়েন্ট হয়ে চিত্তরঞ্জন হাসপাতাল পর্যন্ত মিছিল হয়। হাসপাতালের গেটের সম্মুখে দাঁড়িয়ে নারীদের উপর হয়ে চলা নির্যাতনের তথ্য তুলে ধরে জনসাধারণকে নারীদের সুরক্ষায় সামিল হওয়ার আহবান জানান রাজ্য সহ সভাপতি আলিয়া পারভীন। তিনি বলেন— স্বাধীনতার ৭৮ বছর পরেও এ দেশ স্বাধীন হয়নি, যে দেশে দিনের বেলায় নারী ধর্ষিত ও নির্যাতিত হয়, রাতে একা বের হওয়ার নূন্যতম সাহস পাইনা সে দেশ কিভাবে স্বাধীন হতে পারে। অপর দিকে বেটি পড়াও বেটি বাঁচাও-এর স্লোগান দেওয়া বিজেপি নিজেই ধর্ষকের সমর্থনে মিছিল বের করে, এদের বিরুদ্ধে ও ধর্ষণের সাজা মৃত্যু দন্ডের দাবি ছাড়াও সংসদে নারীদের সংরক্ষণের দাবিতে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর এই প্রচার অভিযানে সামিল হন।
এদিনের এই মোমবাতি মিছিল শুধুই কলকাতায় নয় পুরো দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বলেন উইম-এর জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। তিনি নারীদের আত্ম রক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার আবেদন করেন ও অভয়া সহ সকল ধর্ষিতার ন্যায় বিচারের দাবি জানান। মিছিলের পাশাপাশি নারীদের উপর হওয়া রাষ্ট্রীয় নিপীড়নের তথ্য দিয়ে তৈরি হ্যান্ডবিল বিতরণ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct