সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: মঙ্গলবার উলুবেড়িয়া-১নং ব্লকের কালীনগর অঞ্চলে বিশ্ব শৌচালয় দিবস পালিত হল। এদিনের এই কর্মসূচিতে এসে উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক জানান,শুধু শৌচাগার থাকলেই হবে না, সেটা ব্যবহার করাও অভ্যাসে পরিণত করতে বে”। উল্লেখ্য,উলুবেড়িয়া-১নং ব্লকের গ্রামের মানুষ যাতে নিয়মিত শৌচাগার ব্যবহার করেন সেই লক্ষ্যেই মঙ্গলবার বিশ্ব শৌচাগার দিবসে দিনভর নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে উলুবেড়িয়া-১নং ব্লক প্রশাসন।জানা গেছে,ওই ব্লকের একাধিক এলাকাতে শৌচাগার নির্মাণ হলেও তা নিয়মিত ব্যবহারে অনেক ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে বলে ব্লক প্রশাসনের কাছে খবর রয়েছে। গ্রামাঞ্চলের বহু পরিবার এখনও বরাবরের অভ্যাস মতো মাঠেঘাটে যান মল-মূত্র ত্যাগ করতে। এই বদভ্যাস কাটাতে উদ্যোগী হয়েছে ব্লক প্রশাসন। এদিনের এই অনুষ্ঠানে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপিকা রায়, উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা, সেখ মফিজুল, কালীনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ দেরাসাত হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct