আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ঐতিহ্যবাহিত পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে পূর্বপল্লী মাঠে। ২০১৯ সালে পর ফের ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে পৌষ মেলা। এবার কিন্তু নিয়ম মেনে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট এবছর মেলা অনুষ্ঠিত করবে বলে জানা যায়। আর এই পৌষ মেলাকে ঘিরে চলেছে আনন্দে ধারা। আজ পৌষ মেলা উপলক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, পরিবেশবিদ সুভাষ দত্ত, বোলপুর ব্যবসায়ী সদস্যগণ ও বিশ্বভারতী কর্তৃপক্ষের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বৈঠকে উঠে আসে এবারে পৌষ মেলা থিম পরিবেশ বান্ধব পৌষ মেলা। এই পৌষ দিকে তাকিয়ে থাকেন অসংখ্য ক্ষুদ্র কুটিরশিল্পীরা কারণ তাদের হাতের বিভিন্ন রকমের কারুকার্য এই মেলায় প্রদর্শিত হয় ও বিক্রি করে। এরফলে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের রুজি রোজগারের একটা ব্যাপার থেকেই যাই। তাই এই পৌষ মেলায় আরো অন্যান্য ব্যবসায়ীরা আশায় থাকেন। আজকের এই বৈঠকে জানা যায় মেলা নির্দিষ্ট সময়ে যাতে শেষ করা যায় সেই দিকগুলো বিচার বিবেচনা করা হয়। এছাড়াও মেলার পরিবেশে যাতে কোনরকম দূষিত না হয় সে দিকটাও লক্ষ্য রাখতে হবে খুব স্বাভাবিকভাবে পৌষ মেলা একটা নিজস্ব যে ঐতিহ্য আছে সেটা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct