মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন, বিয়োজন ও স্থানান্তকরণ এর কাজ শুরু হচ্ছে দেশজুড়ে। ১২ নভেম্বর থেকে ১২ ওই ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। সাধারণত বিএলওরা এই কাজ করে থাকেন অফলাইনে। তবে বর্তমান সময়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু হয়েছে এই কাজ। তাই একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রত্যেকটি ১৮ বছরের উর্ধ্ব মানুষ যাতে ভারতের নাগরিক হতে পারে, সেই জন্য ভারত সরকারের পক্ষ থেকে ভোটার তালিকায় প্রত্যেক বছর নাম তোলার কাজ চলে। কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগানো সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল কেশপুর সমস্ত উন্নয়ন আধিকারিক। কেশপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ বলেন আমরা কেশপুরের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষদেরকে সহযোগিতা করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগাচ্ছি। এর ফলে কেশপুরের ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct