আপনজন ডেস্ক: গাজায় জাতিসংঘের পাঠানো খাদ্যপণ্য বোঝাই ১০৯টি লরিতে লুটপাট হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা। ইউএনআরডব্লিউএ-র সিনিয়র ইমারজেন্সি অফিসার লুইস ওয়াটারিজ রয়টার্সকে বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে খাদ্যের ওই বহর নিয়ে আসছিলো তাদের সংস্থা। খাদ্যবাহী এই বহরকে অল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত পেরিয়ে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।
তারপরেই ৯৭টি লরি নিয়ে যাওয়া হয় এবং সেগুলোর চালকদের বন্দুকের ভয় দেখিয়ে লরিতে থাকা ত্রাণ খালি করে দিতে বাধ্য করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct