আপনজন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ চূড়ান্ত বিপজ্জনক পর্যায়ে যাওয়ার আশঙ্কা থেকে রাশিয়া এবার ব্যাপক হারে বিকিরণ-প্রতিরোধী ‘মোবাইল বোম্ব শেল্টার’ বা ‘ভ্রাম্যমাণ আশ্রয়স্থল’ উৎপাদন শুরু করেছে। রুশ জরুরি মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ‘কেইউবি-এম’ নামের এ আশ্রয়স্থলটি একটি শিপিং কনটেইনারের মতো দেখতে। আশ্রয়স্থলটি মানবসৃষ্ট বিভিন্ন হুমকি ও প্রাকৃতিক দুর্যোগসহ বিকিরণ এবং শকওয়েভ থেকে রক্ষা করতে পারবে। রাষ্ট্রীয় ইনস্টিটিউটের মতে, ‘কেইউবি-এম’ বিকিরণ, ধ্বংসাবশেষ, যেকোনো ধরণের ধারাল বস্তু এবং আগুনের তাপ থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে এবং রাশিয়ার উত্তর অঞ্চলে পারমাফ্রস্টেও স্থাপন করা যেতে পারে। পারমাফ্রস্ট হলো, পৃথিবীর পৃষ্ঠের ওপর বা নিচে একটি স্থায়ী হিমায়িত স্তর। এটি মাটি, নুড়ি এবং বালি নিয়ে গঠিত এবং সাধারণত বরফসহ একসঙ্গে আবদ্ধ থাকে। পারমাফ্রস্ট কমপক্ষে দুই বছর ধরে শূন্য তাপমাত্রা বা তার নিচে থাকে। ভ্রাম্যমাণ আশ্রয়স্থলটিতে ৫৪ জন লোকের থাকার ব্যবস্থা আছে, তবে অতিরিক্ত আরো সুবিধা যোগ করা যেতে পারে বলে ইনস্টিটিউট বলেছে। কিছু কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের যুদ্ধ চূড়ান্ত বিপজ্জনক পর্যায়ে যেতে পারে। তবে সেই আশঙ্কাতেই এ ধরনের আশ্রয়স্থল তৈরি করা হচ্ছে কি না, তা সম্পর্কে কিছু বলেনি ইনস্টিটিউটটি। এই ধারণা আরো জোরদার হয়েছে কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আমেরিকান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দিয়েছে।
আর এ অনুমতি দেওয়ার পরেই এমন ঘোষণা দিল রাশিয়া।
এদিকে ক্রেমলিন গতকাল সোমবার বলেছে, রাশিয়া বাইডেনের প্রশাসনের এই বেপরোয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাবে এবং সতর্ক করেছে, এমনটি ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct