এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ বিল ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান স্পষ্ট করতে আহ্বান জানালেন অল ইন্ডিয়া পার্সোনাল ল’বোর্ডের সদস্য মাওলানা আবু তালিব রহমানি। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ সহ সমস্ত মুসলিম প্রতিষ্ঠান বাঁচাতে প্রস্তাবিত ‘ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪’ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার কলকাতা রানী রাসমণি এভিনিউয়ে সমাবেশ থেকে গর্জে উঠলেন রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ‘অল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা আবু তালিব রহমানি। ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে কলকাতায় আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখার সময়ে আবু তালিব রহমানি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি ওয়াকফ ইস্যুতে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তাদের দেশের শত্রু, ইসলামের শত্রু, সংবিধানের শত্রু, ধর্মনিরপেক্ষতার শত্রু মানবতার শত্রু বলে অভিহিত করেন।
এদিনের সভার অন্যতম মুখ্য আয়োজক মাওলানা মুহাম্মাদ কামরুজ্জামানের ভূয়সী প্রশংসা করে আবু তালিব রহমানি বলেন মুসলিম পার্সোনাল ল’বোর্ডের পতাকা আপনাদের হাতে থাকবে এবং বাংলার মুসলিমরা মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে বিধানসভায় বিল পাশ করার আহ্বান জানান আবু তালিব সাহেব।জেপিসির বৈঠকে তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোতল ভেঙে আঙ্গুলে আঘাত পেয়েছিলেন সেই কথা উল্লেখ করে তাঁর সুস্থতা কামনা করেন। তবে এটাই যথেষ্ট নয়, সংসদে যেদিন ওয়াকফ বিল পেশ করা হবে সেদিন তৃণমূলের কোন কোন এমপি সেখানে উপস্থিত আছেন এবং কারা বাইরে আছেন তা নজর রাখা হবে বলে মন্তব্য করেন আবু তালিব রহমানি। তাঁর কথায়, এদশের ঐক্য বিনষ্ট করার জন্য বড় চক্রান্ত হচ্ছে। ভারতকে পুনরায় বিভাজিত হতে দেওয়া হবে না। এই আন্দোলন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় স্বৈরশাসকের কালা কানুনের বিরুদ্ধে। আবু তালিব রহমানি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আহ্বান জানান যেন তিনি দলীয় এমপিদের নির্দেশ দেন সংসদে যেদিন ওয়াকফ বিল পেশ হবে সেদিন যেন তাঁরা গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখতে ভূমিকা গ্রহণ করেন।
সমাবেশ বক্তব্য রাখার সময় রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান কেন্দ্রের ওয়াকফ বিল ইস্যুতে রাজ্যের মমতা সরকারের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানান। বক্তব্যের শুরুতে আহমদ হাসান ইমরান দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কি ভারতের নাগরিক? তখন দর্শকরা হ্যাঁ বলে উত্তর দিলে আহমদ হাসান ইমরান বলেন, আমাদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে এটা বড় চক্রান্ত। হঠাৎ করেই ওয়াকফ সংশোধনী বিল কেন আনা হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইমরান বলেন, নরেন্দ্র মোদী একের পর এক বিষয়ে এনে আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলতে চান, ভারতিয় মুসলিমদের দুর্বল, অপমান করতে চান। চুপ করে থাকা চলবে না। সকলকে প্রতিবাদ করার কথা বলেন, সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অল-ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব ওয়াকফ বিল ইস্যুতে ভারতীয় মুসলিমরা সমস্যার মধ্যে পড়লে আন্তর্জাতিক মুসলিম নেতৃত্বদের কাছে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। ফুরফুরা শরীফের পীরজাদা সাওবান সিদ্দিকী বক্তব্য রাখার সময় মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন ‘মাসলা মাসায়েল যার যার কিন্তু ইসলাম সবার, ওয়াকফ সম্পত্তি আমাদেরই বাপ-দাদাদের, মালিকানা আল্লাহর’ তাই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনে’র সম্পাদক মাওলানা কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী, ডা. রইস উদ্দিন, ডা. মশিউর রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, আলমগীর সরদার, নিজামুদ্দিন বিশ্বাস, মোহাম্মদ বাকীবিল্লাহ, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, আমিনুল আম্বিয়া, পীরজাদা তাফহিমুল ইসলাম, মাওলানা হাসানুজ্জামান, সিরাতের আবু সিদ্দিক খান প্রমুখ। এদিন কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশের সূচনা হয়। ইমরান উদ্দিন সিদ্দিকীর দোয়ায় সভার পরিসমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct