সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: ‘সরকার বদল হলেও কৃষক-মজদুরদের অবস্থার বদল হচ্ছেনা’ অভিযোগ তুলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, রাসায়নিক সার সহ কৃষি উপকরণের দাম কমানো, কালো বাজারি বন্ধ, কৃষি শ্রমিকদের ন্যুননতম ২০০ দিন কাজ সহ ৬০০ টাকা বেতন সহ ১১ দাবিতে আন্দোলনে নামল অল ইণ্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন ওই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছানোর আগেই পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে তাঁদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে পৌঁছে সুনির্দিষ্ট দাবিপত্র তুলে দেন।
অল ইণ্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের তরফে বলা হয়েছে, কৃষি প্রধান জেলা হিসেবেই চিহ্নিত বাঁকুড়া। কিন্তু পর্যাপ্ত সেচের অভাবে এই জেলার দক্ষিণ, উত্তর ও পশ্চিমাংশে ঠিকমতো চাষাবাদ হয়না।
ফলে কৃষিকাজের সঙ্গে যুক্ত একটা বড় অংশের মানুষ ভিটে মাটি ছেড়ে ভিন জেলা বা ভিন রাজ্যে ‘নামাল’ খাটতে যেতে বাধ্য হন। ওই এলাকার নদী নালার জল অবাধে বয়ে যায়, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাঁধ তৈরী করে ওই জল আটকে রাখতে পারলে জেলার কৃষিক্ষেত্রের চিত্রটাই বদলে যেতো। সঙ্গে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও কালোবাজারি তো আছেই। সুনির্দিষ্ট দাবিতে তাঁদের সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, অবিলম্বে দাবি পূরণ না হলে কৃষি ও কৃষকের স্বার্থে এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর আকার নেবে বলে তারা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct