জাকির সেখ , পূর্ব বর্ধমান, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে পূর্ব বর্ধমানের করজগ্ৰাম মাদ্রাসার ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলা জমিয়তে উলামার মজলিশে মুন্তাজিমার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল আনতে চাইছে ছিনিয়ে নিতে চাইছে। তার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার উদ্যোগে ২৮ নভেম্বর কলকাতায় প্রকাশ্য সভার আয়োজন করেছে। সেই সভায় সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সসরকার মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও খানকাহ দখলের জন্য আইন আনতে চলেছে। যা কখনই মেনে নেওয়া যায় না। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব ধর্মীয় বিষয় যা ইসলাম ধর্মে স্বীকৃত। দেড়হাজার বছর ধরে ওয়াকফের নির্দেশিকা চলে আসছে। প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিলে বিতর্কিত বিষয় রাখা হয়েছে যার বিরুদ্ধে মুসলমান সমাজের আপত্তি রয়েছে। এই বিলে ওয়াকফ বিষয়ে ভিন্ন ধর্মাবলম্বী ও সরকারি সংস্থাকে চাপিয়ে দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে তা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। কলকাতায় সভার যাওয়ার জন্য জমিয়ত যে গাইড লাইন তৈরি করে দিয়েছে সেই গাইড লাইন মেনে সকলকে যেতে হবে। এছাড়াও সভায় বক্তব্য রাখেন রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, মাওলানা আবুল কাসেম, মাওলানা আরিফুল্লাহ চৌধুরী, মাওলানা ইমতিয়াজ আলী, মাওলানা বদরুল আলম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল হাকিম, মুফতি জুবাইর হোসেন, মাওলানা মুহাম্মাদ আলী, মুফতি বাহাউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা রহমতুল্লাহ চৌধুরী, মাওলানা আব্দুল হালিম, মুফতি রাইহানুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান সহ জেলা জমিয়তে উলামার দায়িত্বশীল ব্যক্তিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct