আমীরুল ইসলাম , বোলপুর, আপনজন: পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে অভিযোগ জানানোর পর কঙ্কালী পঞ্চায়েত পরিদর্শন করেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে বিলি না হওয়া সরকারি দ্রব্য খতিয়ে দেখেন। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ জানতে পারেন যে বেশ কিছু সরকারি অনুদান পঞ্চায়েতে দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। তাই তিনি সোমবার সেখানে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিলি না হওয়া পঞ্চায়েতের সরকারি দ্রব্যাদি বের করা হয় । সে গুলির মধ্যে বেশ কিছু কম্বল, ভুট্টার বীজ, মুসুর ডালএমনকি বেশ কিছু শাড়ি মজুদ ছিল পঞ্চায়েতে সেগুলি জনসাধারণকে দেওয়া হয়নি। তাই সেগুলি বের করে বিলি ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান। এর দায়ী আমাদের কে নিতে হবে। যে বা যারা দায়িত্বে ছিল তারা ভুল পথে চালিত হয়েছে কিন্তু আগামী দিনে এধরনের কাজ হবে না বলে জানান সভাধিপতি কাজল সেখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct