এম এস ইসলাম , খণ্ডঘোষ, আপনজন: ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন উপলক্ষে ১৮ই নভেম্বর তার জন্মভূমি খণ্ডঘোষের ওয়ারী গ্রামে আয়োজিত হয় এক মহাসমারোহ। ঐতিহাসিক এই দিনে তার জন্মস্থানকে কেন্দ্র করে একটি ইতিহাস মেলারও উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী।অনুষ্ঠানের শুরুতে আয়েশা রানী বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি মঞ্চে উপস্থিত হয়ে “ফাঁসির ফান্দ” নামে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন। বজেলা শাসক বলেন, “বটুকেশ্বর দত্তের জীবন ও সংগ্রাম কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ রাখলেই হবে না। তার চিন্তা-চেতনা এবং আত্মত্যাগের গল্প আমাদের প্রতিটি প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”জেলা শাসক স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ, প্লাস্টিক মুক্ত সমাজ এবং একটি পরিবেশ বান্ধব সমাজ গঠনের আহ্বান জানান। তিনি ওয়ারী গ্রামকে ইতিহাসে স্থান করে দেওয়ারও কথা বলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান। তিনি বলেন, “দক্ষিণ দামোদরের এই ভূমি কেবল বটুকেশ্বর দত্তের জন্মস্থান নয়, রাসবিহারী বসু এবং ধর্মমঙ্গল কাব্যের রচয়িতার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের জন্মভূমিও।”অনগ্রসর কল্যাণ দপ্তর তথা প্রকল্প আধিকারিক কৃষ্ণেন্দু মন্ডল বলেন, “পাঞ্জাবের হুসেনওয়ালি তে বিপ্লবী ভগত সিংয়ের পাশে বটুকেশ্বর দত্তের চিরশয্যা রয়েছেন। সেখানে আরো দুই স্বাধীনতার সংগ্রামী বীর বিপ্লবী রাজগুরু ও শুকদেবের সমাধি বিদ্যমান। তাদের আত্মত্যাগের গল্প আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা।”এই তিন দিনের ইতিহাস মেলা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিডিও অভিকুমার ব্যানার্জি, ওসি পঙ্কজ নস্কর, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন, কৃষি বিজ্ঞানী দিলীপ চক্রবর্তীসহ বহু বিশিষ্ট অতিথি। বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির তরফ থেকে মধুসূদন চন্দ্র এই অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্য সরকার প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি মিউজিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর প্রতি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাথী হাজরা এবং দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct