আসিফা লস্কর , ডায়মন্ডহারবার, আপনজন: বিচারকের বিরুদ্ধে সরকারি আইনজীবীকে অপমানের অভিযোগে প্রতিবাদে ডায়মন্ড হারবার আদালতে কর্মবিরতি আইনজীবীদের। এরই জেরে সোমবার থেকে বন্ধ ডায়মন্ড হারবার সিভিল ও ক্রিমিনাল কোর্টের কাজ। জেরে সমস্যায় পড়েছে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে আসা বিচার প্রার্থীরা। উল্লেখ এই ঘটনার সূত্রপাত হয়, গত ৬ নভেম্বর ডায়মন্ড হারবার মহকুমার আদালতে সুদীপ হালদার নামে এক আইনজীবীকে অপমান করেন এসিজেএম। ঘটনার পর সম্পূর্ণ বিষয় নিয়ে অতিরিক্ত জেলা বিচারপতির কাছে অভিযোগও জানানো হয়। কিন্তু তারপর কেটে গিয়েছে বহু দিন। আইনজীবীদের দাবি এই বিষয়টি নিয়ে কোন সুরাহা না মেলায় আবার বিক্ষোভের পথে হাঁটলেন আইনজীবীরা। আজ আদালতের দেওয়ানি ও ফৌজদারি দুই বিভাগেই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। আইনজীবীদের এই বিক্ষোভের জেরে সপ্তাহে শুরুর দিন বিচার প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। এই বিষয় সুদীপ হালদার নামে ওই আইনজীবী বলেন, গত নভেম্বর মাসে ৬ তারিখে কোট চত্বরে গাড়ি পার্কিং করার কেন্দ্র করে মহামান্য বিচারপতি আমাকে অপমানজনক কথা বলেন। এই ঘটনা আমি খুব অপমানিত বোধ করেছি। সম্পূর্ণ বিষয় নিয়ে জেলার অতিরিক্ত বিচারপতির কাছে আমরা একটি অভিযোগ জানাই। তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো রকম সূরা হয়নি। আমাদের আইনজীবী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সপ্তাহের প্রথম দিনের সিদ্ধান্ত দেওয়া হয় সমস্ত আইনজীবীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পথে হাঁটার। বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কর্মবিরতির ডাক দেয়া হয়। এই কর্ম বিরতিতে সামিল রয়েছে আমাদের বহু সহকর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct