অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জটিল অস্ত্রোপচার করে সফল বালুরঘাট সদর হাসপাতাল। অন্তঃসত্ত্বা মায়ের জীবন ফিরিয়ে দিলেন চিকিৎসকরা। বালুরঘাট সদর হাসপাতালের ভূমিকায় খুশি ঐ রোগীর পরিবার।
জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকার বাসিন্দা ববিতা বর্মন প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সদর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চমাত্রার খিচুনি সহ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে, চিকিৎসক ড. রঞ্জন কুমার মুস্তাফি এবং ড. নৃত্যরঞ্জন গায়েনের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে সদ্য জন্মানো শিশুটির জীবন রক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ রোগী অজ্ঞান হয়ে ভেন্টিলেটরে ছিলেন এবং মৃত্যুর সম্ভাবনা ছিল প্রায় শতভাগ। বর্তমানে সদ্য জাত শিশুটির মা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁর পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবিষয়ে ড. মুস্তাফি জানান, এই ধরণের ঝুঁকিপূর্ণ অপারেশন তাঁকে গর্বিত করেছে, এবং হাসপাতালের সুপার ড. কৃষ্ণেন্দু বিকাশ বাগের সহযোগিতায় তিনি এই জটিল অস্ত্র প্রচার করতে সফল হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct