আপনজন ডেস্ক: ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোন ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছুড়েছিল দখলদার ইসরায়েল। কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আঘাত হানে। আর সেটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভেতরেই।
সোমবার (১৮ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। সেগুলোরই একটি এইলাতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনা খবর জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আকাশের ওপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলের গিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে।
জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এইলাতে পড়ল, তা খতিয়ে দেখবে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct