আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। রোববার সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে কির্কপ্রাট্রিক বলেন, সেখানে দুটি পৃথক ঘটনা ঘটে। দুটি পৃথক শুটিং ইভেন্ট ছিল। ৪৫ মিনিটের ব্যবধানে সেখানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। তিনি আরো বলেন, এ সময় হঠাৎ করে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়।
এতে এ ঘটনা ঘটে। গুলিতে নয় জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা সবাই বেঁচে আসেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। গোলাগুলিতে দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে। তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
পুলিশ জানায়, দ্বিতীয়বার গোলাগুলিতে দুই জন নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। তবে পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে দুই দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct