আপনজন ডেস্ক: নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই, যিনি ২০১২ সালে তালেবান বাহিনীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নারী অধিকার রক্ষায় সংগ্রাম করছেন, বর্তমানে আফগানিস্তানে নারীদের সংগ্রামের পক্ষে তার কণ্ঠস্বর তুলে ধরছেন। পুনরায় তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর নারীদের অধিকারের প্রতি যে দ্রুত অবক্ষয় ঘটেছে তা দেখে মালালা হতাশ হয়েছেন। ২০২১ সালে, তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতা দখল করে এবং পশ্চিমা দেশগুলো তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়। এরপর থেকে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তাদেরকে বোরকা পরা বাধ্যতামূলক সহ পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
মালালা বলেন, “আমি কখনো ভাবিনি নারীদের অধিকার এত সহজে হারিয়ে যাবে। ” তিনি আরও বলেন, “অনেক মেয়েই এখন হতাশ, তাদের সামনে কোনো আশা নেই, ভবিষ্যত তাদের জন্য অন্ধকার হয়ে উঠেছে। ”জাতিসংঘ বলছে, তালেবান ক্ষমতা দখল করার পর আফগানিস্তানে এক মিলিয়নেরও বেশি মেয়ে স্কুলে যেতে পারছে না, এবং ২০২২ সালে প্রায় ১০০, ০০০ মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেয়া হয়নি। মালালা বর্তমানে “ব্রেড অ্যান্ড রোজেস” নামে একটি চলচ্চিত্রের প্রযোজক, যা তিনজন আফগান নারীর জীবন ও তাদের অধিকার হারানোর কাহিনী তুলে ধরে। এই চলচ্চিত্রে জাহরা, একজন ডেন্টিস্ট যিনি তার পেশা ছেড়ে দিয়েছেন ও সীমান্তে পালিয়ে গিয়েছেন, এবং সরকারী কর্মী শরীফা, যিনি তার চাকরি এবং স্বাধীনতা হারিয়েছেন, তাদের গল্প দেখানো হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক সাহরা মানি বলেন, “এটি একটি জাতির গল্প, যেখানে ধীরে ধীরে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ”চলচ্চিত্রের শিরোনাম “ব্রেড অ্যান্ড রোজেস” আফগান একটি প্রবাদ থেকে এসেছে, যেখানে “রুটি” স্বাধীনতার প্রতীক। আফগান নারীদের জন্য সঠিক ভবিষ্যতের জন্য সংগ্রাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চলচ্চিত্রটি ২২ নভেম্বর থেকে অ্যাপল টিভি+ তে স্ট্রিম হবে এবং বিশ্বব্যাপী নারীদের অধিকার রক্ষায় আরও চাপ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এটি দেখানো হবে। মালালা বলেন, “যত কঠিনই হোক, আফগান নারীরা তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct