নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগের (All Bengal Media Cricket League) ফাইনালে বারুইপুর প্রেস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মেদিনীপুর একাদশ (Midnapore)। হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত সাংবাদিকদের এই ক্রিকেট লিগে অংশ নিয়েছিল ৯টি দল। একমাত্র মহিলা খেলোয়ার হিসাবে উপস্থিত ছিলেন সঞ্চালিকা মৌপ্রিয়া নন্দী। তিনি হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের হয়ে মাঠে নামেন।আরও পড়ুনঃ মেট্রোতে তুলকালাম কান্ড! যুবককে মাটিতে ফেলে বেধড়ক মার যাত্রীদের রবিবার হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের আয়োজনে একদিনের দিবারাত্রব্যাপী অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগ ২০২৪ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া ৯টি মিডিয়া টিম হল- কলকাতা স্পোর্টস রিপোর্টাস একাদশ, আলিপুর প্রেস ক্লাব, পশ্চিম বর্ধমান প্রেস ক্লাব, বারুইপুর প্রেস ক্লাব, পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব, উলুবেড়িয়া প্রেস ক্লাব, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মেদিনীপুর একাদশ এবং হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। রবিবার সকাল ১০টায় শুরু হয় খেলা। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, মন্ত্রী অরূপ রায়, বিশিষ্ট সাংবাদিক বিশ্ব মজুমদার, গৌতম ভট্টাচার্য প্রমুখরা।টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় কলকাতা স্পোর্টস রিপোর্টাস একাদশ ও উলুবেরিয়া প্রেস ক্লাব। অংশগ্রহণকারী ৯টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপ পর্বে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলে। গ্রুপ শীর্ষে থাকা তিনটি দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। বাকি দলগুলির মধ্যে একটি দল রানরেট ও লটারির মাধ্যমে অংশ নেয়। মেদিনীপুর একাদশ ফাইনালে বারুইপুর প্রেস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct