আপনজন ডেস্ক: হিন্দুত্ববাদী আইকন ভি ডি সাভারকরের নাতির দায়ের করা মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ২ ডিসেম্বর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পুনের একটি আদালত।
সাত্যকি সাভারকর পুনের একটি আদালতে অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন, ২০২৩ সালের মার্চ মাসে লন্ডনে তার ভাষণে রাহুল বলেছিলেন, সাভারকর একটি বইয়ে লিখেছিলেন যে তিনি ও তাঁর পাঁচ থেকে ছয়জন বন্ধু একবার একজন মুসলিম ব্যক্তিকে মারধর করেছিলেন এবং তিনি (সাভারকর) খুশি হয়েছিলেন। আবেদনে বলা হয়েছে, সাভারকর কোথাও এই লেখা লেখেননি। আদালত পুলিশকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করতে বলেছিল। গত ৪ অক্টোবর সাংসদ-বিধায়কের বিশেষ আদালত রাহুলকে ২৩ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে। তবে রাহুল তাতে হাজির হননি নোটিশ না পাওয়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct