মারুফা খাতুন, কলকাতা, আপনজন: দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আলিয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাক পরিদর্শন শুরু হচ্ছে। ন্যাক একটি কেন্দ্রীয় সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা যা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়ন এবং স্বীকৃতি দেয়। ন্যাক ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে ন্যাক ইউজি স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিদর্শন করে তাদের মূল্যায়ণ করে মান নির্ধারণ করে। কাকতলীয়ভাবে বাম আমলে তৎকালীন রাজ্যের যে সংখ্যালঘু মন্ত্রী অাবদুস সাত্তারের হাত ধরে ২০০৭ সালে আলিয়া বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন হয়। সেই আবদুস সাত্তার এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের সংখ্যালঘু দফতরের মুখ্য উপদেষ্টা। এই নতুন পদে তার অাসীন হতে না হতেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ন্যাক পরিদর্শন হতে যাওয়ায় উচ্ছ্ব্বসিত তিনি।
উল্লেখ্য, ন্যাক বিভিন্ন কারণের ভিত্তিতে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলিরশিক্ষার মান, অবকাঠামো, শাসন এবং সামগ্রিক কর্ম ক্ষমতা মূল্যায়ন করে। এছাড়া পাঠ্যক্রমের কভারেজ, শিক্ষণ-শেখার প্রক্রিয়া, অনুষদ, গবেষণা, অবকাঠামো, শেখার সংস্থান, সংগঠন, প্রশাসন, আর্থিক কল্যাণ এবং সর্বোপরি শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষেবাও খতিয়ে দেখে।
শিক্ষাদান, শিক্ষা, গবেষণা লক্ষ্য ছাড়াও একটি গ্রেড বা স্বীকৃতি প্রদানকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে যে কোন প্রতিষ্ঠান কার্যকর ভাবে লক্ষ্য অর্জনের সহায়ক হয়। পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, কর্ম ক্ষমতা পরিমাপ করা এবং সমস্ত নথিভুক্ত করে জবাবদিহি করা হয়। ছাত্রছাত্রী ও তাদের পিতা-মাতাদের ওপর কি ধরনের প্রভাব ফেলছে তা দেখাও হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের মানের কোন ঘাটতি হচ্ছে কিনা দেখা হয়। এই পরিদর্শনে বিশেষজ্ঞরা অনুষদ, শিক্ষার্থী এবং প্রশাসকের সাথে সাক্ষাৎ করে পর্যালোচনার পর সুবিধাগুলি খতিয়ে দেখে তাদের গঠনের প্রক্রিয়াগুলো মূল্যায়ন করে। ন্যাকের স্বীকৃতি প্রদান পাঁচ বছরের জন্য বৈধতা পায়। তাই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যাক পরিদর্শন খুবই জরুরি ছিল। জানা গেছে, ন্যাক পরিদর্শনের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল সোমবার কলকাতায় পৌঁছন। সূত্রের খবর ন্যাকের এই প্রতিনিধি দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ছয়জন বিশেষজ্ঞ রয়েছেন। ন্যাক পরিদর্শন উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে আলিয়া বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে একেবারেই তুঙ্গে। প্রস্তুত তাদের তিনটি ক্যাম্পাস নিউটাউন, পার্কসার্কাস ও তালতলা।
আলিয়া সূত্রে জানা গেছে, ন্যাক প্রস্তুতির অংশ হিসেবে তালতলায় হেরিটেজ ক্যাম্পাসে জাদুঘর তৈরি করা হচ্ছে এবং পার্ক সার্কাস ক্যাম্পাসে মিডিয়া ল্যাব তৈরি করা হয়েছে। তিনটি ক্যাম্পাসেিই পরিকাঠামোর অনেক উন্নীতকরণ করা হয়েছে ন্যাক উপলক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct