নিজস্ব প্রতিবেদক , বসিরহাট, আপনজন: বসিরহাটের মহকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকায় শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে হাসনাবাদে এই প্রথম আধুনিক বিজ্ঞান ভিত্তিক গ্রীনপেজ মিশনের সূচনা হল। নুর এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি ‘শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো আর নার্সারি বা কেজি স্কুল নয়’ এই স্লোগানকে সামনে রেখেই তাদের পথচলা শুরু করল। এই মিশনে নার্সারী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হিন্দি ইংরেজি অংকন আবৃত্তি ও কম্পিউটার প্রশিক্ষণ এক কথায় পরিপূর্ণ একটি শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে। যেটা এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই বললেই চলে। আদর্শ মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য প্রতিষ্ঠানের সম্পাদক শিক্ষক মিজানুর রহমান মন্ডলের। তিনি বলেন, সুন্দর পরিষেবা দিতে আমরা নুর এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কর্তৃপক্ষের নিরলস পরিশ্রম করে গড়ে তোলা হয়েছে গ্রীন পেজ মিশন, যেটা সমাজকে স্বপ্ন দেখাবে। আমাদের দীর্ঘ বিশ্বাস মানুষের পূর্ণাঙ্গ সহযোগিতা পেলে এই মিশন জাতির জন্য জাতীয় উচ্চমানের প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে। বিজ্ঞানভিত্তিক উন্নতমানের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানেই আমাদের মিশনের সাথে সাধারণ বিদ্যালয়ের পঠনপাঠনের বিশেষত্ব। শুক্রবার বিভিন্ন শিক্ষকদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় গ্রীন পেজ মিশনে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুরজিৎ বিশ্বাস গ্রীন পেজ মিশনের প্রিন্সিপাল, শিক্ষক তৌহিদুর রহমান সহ একাধিক বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct