নাজমুস সাহাদাত , কালিয়াচক, আপনজন: আধুনিক সভ্যতার প্রতিযোগিতামূলক স্তরে আধুনিকতম যুগোপযোগী ও তার পাশাপাশি ইসলামিক শিক্ষার অত্যন্ত প্রয়োজন। আধুনিক ও ইসলামিক শিক্ষার বিপ্লব ও উন্নয়নকে পাথেয় করে, ছোট্ট চারাগাছকে বিশাল মহীরুহে পরিণত করার আশা ও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে শুরু হয়েছিল কালিয়াচকের শেরশাহী দক্ষিণ লক্ষ্মীপুরের কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন। বহু সমস্যা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েও শিক্ষার আলো ছড়াতে পিছপা বা দিশেহারা হয়নি। প্রতিষ্ঠার দশটা বছর অতিক্রম করে চিন্তাশীলতা ও মননশীলতাকে কাজে লাগিয়ে একের পর এক ঐতিহাসিক ঘটনার বিরল সাক্ষী এই কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন। প্রকৃত শিক্ষার দ্বারা মানুষজাতী তার আদিম স্বভাবের অজ্ঞতা মূর্খতাকে পরাস্ত করে পূর্ণাঙ্গ মানুষ রূপে ধীরে ধীরে গড়ে উঠতে সক্ষম। তবে যুগের পর যুগ মানুষ তার জ্ঞানের শিখায় কোটি কোটি মানুষের অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছে। দেখা যাচ্ছে সর্বস্তরের অভিভাবকরা তার সন্তান-সন্ততিদের সামগ্রিক বিকাশ সাধনকে উন্নতি করার লক্ষ্যে অন্যান্য নজির সৃষ্টি করতে এবং ভবিষ্যৎ ক্ষতির মুখ থেকে প্রতিটি শৈশবকে রক্ষা করতে এই ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসছে। তার সাথে সাথে আগাছা দমন করে প্রতিটি শিশুকে বাগানের মালির ন্যায় লালন পালন করে গড়ে তুলতে বদ্ধপরিকর ‘কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন’ স্কুল। এই স্কুলটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিশু শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে মেধা প্রবেশিকা পরিক্ষায় কৃতি হিসেবে পুরস্কৃত। বিজ্ঞানমঞ্চ মেধা পরিক্ষায়, জানা-অজানা মেধা পরিক্ষায়, আল আমীন মিশন, কালিয়াচক ট্যালেন্ট সার্চ সহ জেলা ও রাজ্যে স্থানাধীকারী হয়েছে।
এই কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের পঠনপাঠনে বিভিন্ন ধরনের বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পাঠ দান, পাঠ পরিকল্পনা ভিত্তিক পাঠদান ও পাঠ্যানুশীল, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় পুষ্টি যুক্ত খাদ্য ও আর্সেনিক মুক্ত পানীয় জলের সরবরাহ, সকল ছাত্রছাত্রীদের জন্য বিষয় ভিত্তিক বিভিন্ন স্বনামধন্য ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রতিদিন কোচিং-এর ব্যবস্থা, ক্লাস টেস্ট ও ইউনিট টেস্ট এবং টার্মিনাল টেস্টের এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল ও আরও বেশি বিষয় ভিত্তিক জ্ঞানার্জনের জন্য সৃজনশীল পদ্ধতিতে গ্রুপ ওয়ার্ক, স্পট টেস্ট, ক্লাস ইউনিট টেস্ট, সারপ্রাইজ টেস্ট, মাসিক টেস্ট, টিউটোরিয়াল পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ ভাবে প্রস্তুতি গ্রহণের ব্যবস্থা। এছাড়াও দৈহিক ও মানসিক দিক থেকে সময় রাখতে নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা ও বিদ্যুতের পরিবর্তে শক্তি যোগানের জন্যে জেনারেটরের সুব্যবস্থা এবং আবাসিক ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক আবাসন করা হয়েছে। এদিন রবিবার এই কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেনের ভর্তি মেধা প্রবেশিকা পরিক্ষা নেওয়া হয় এবং এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের পক্ষ থেকে শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রহমত, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক আমিনুল ইসলাম, চিকিৎসক হাজেরুল ইবকার ও শিক্ষানুরাগী আব্দুর রশিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ছিলেন, কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেনের সম্পাদক আনিকুল ইসলাম ও প্রধান শিক্ষক নাজমুল হক সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct