সাবির আহমেদ , ঢোলাহাট, আপনজন: কাকদ্বীপ রামচন্দ্রনগর প্রাথমিক কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত রামচন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি তাদের এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেড সহ সাধারণ রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু হোক। প্রত্যেক মানুষের মৌলিক চাহিদার একটি হল স্বাস্থ্য। সেই জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় ১৯৫৬ সালে বিশিষ্ট সমাজসেবক দাউদ আলি ঘোরামী মহাশয় নিজ ভূমি থেকে একত্রে প্রায় ১১ বিঘা জায়গা ঢোলাহাটের রামচন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য দান করেন।১৯৭২ সালে তাঁর দানকৃত জায়গায় হাসপাতালের প্রথম ভিত্তি স্থাপন হয়। ১৯৮৪ সালে সেখানে প্রথম চিকিৎসা পরিসেবা শুরু হয়।১৯৯৮ সালে বিশ্ব ব্যাংকের দেওয়া প্রায় ৭২ লক্ষ টাকায় সেই জায়গায় আবার ছয়টি আধুনিক মানের হাসপাতাল বিল্ডিং নির্মিত হয়। কিন্তু মানুষ বঞ্চিত সুচিকিৎসার সুবিধা থেকে। কেবল দুই তিনজন ডাক্তার, কিছু রোগের চিকিৎসা ঘর ও বিনামূল্যে ঔষধ প্রদানের ব্যবস্থা। বঞ্চিত মানুষের দাবিগুলো নিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ জনগণকে নিয়ে একটি সভা আহ্বান করেন। উপস্থিত ছিলেন ডাঃ বামাচরন ঘোরামী, মাওলানা জামির হোসেন, ডাঃ ইফতিখার খাঁন, আকরাম হোসেন লস্কর, প্রাক্তন উপপ্রধান রবিরাম হালদার, হাবিবুল্লাহ মোল্লা, গোলাম হোসেন ঘোরামী, সুবিদ আলী মোল্লা, ভোলা হালদার প্রমুখ।বিশিষ্ট জন। তাঁরা দাবি তোলেন আমাদের এখানে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে বেড চালুর ব্যবস্থা করতে হবে।প্রসূতি মায়েদের অতি দ্রুত সাধারণ প্রসব বা সিজারের ব্যবস্থা করতে হবে।সাপে কামড়ানো, কুকুরে কামড় সহ অন্যান্য বিষাক্ত প্রানীর কামড়ানোর ফলে মানুষের যে প্রাণঘাতীর সম্ভাবনা থাকে সেগুলির জন্য দ্রুত ঐ সংক্রান্ত চিকিৎসা ও টিকাদানের ব্যবস্থা করতে হবে। এগুলো না হলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ সকলকে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct