সেখ আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে-ই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঢেঁকুয়া অগ্রণী সংঘ হাই স্কুলের সভাকক্ষে।অনুষ্ঠানের শুভ সূচনা হয় সকাল দশটাই,জাতীয় পতাকা ও বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে,সভামঞ্চের নাম রাখা হয় স্বপন দাস মঞ্চ।বিজ্ঞান আন্দোলনকে আরও বৃহত্তর স্বার্থে প্রসারের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি হয় কুঁকড়াহাঁটি ঢেঁকুয়া রোডের উপর।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের বার্ষিক সম্মেলনে সমাজের বিভিন্ন বিষয়ের উপরে বিশিষ্টজনেরা আলোচনা করেন,বিজ্ঞান মনস্কতার উপরে আলোকপাত করেন শিক্ষিকা সুচিস্মিতা মিশ্র তিনি বলেন বিজ্ঞান আন্দোলন করতে বিজ্ঞানী হতে হবে এমনটা ভাবার দরকার নেই, বিজ্ঞানমনস্কতায় বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।সভা থেকে গত তিন বছরে যাদেরকে আমরা হারিয়েছি,তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন হয় সভাকক্ষে,সম্মেলনে আয় ব্যায় এর হিসাব দেন বিদায়ী সম্পাদক শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন,বিজ্ঞান অভীক্ষা সহ বিভিন্ন কর্মসূচিতে যে খরচ হয়েছিল তার পূর্ণাঙ্গ হিসাব দেন। আগামী বছর গুলির জন্য নতুন করে কমিটির ৩৫ জনের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিলের সদস্য নকুল চন্দ্র ঘাঁটি। সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা হিসাবে নির্বাচিত হন মীনাক্ষী ভূঁইয়া, সভাপতি নির্বাচন হয় শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন, কোষাধক্ষ্য শিক্ষক অনুপ কুমার পাঁজা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct