হাসান লস্কর, কুলতলি, আপনজন: দীর্ঘদিন যাবত অকেজো অবস্থায় থাকা জল নিকাশি কালভার্টটি ভেঙে পড়তে বিচ্ছিন্ন হয়ে গেল গ্রাম। এই অ্যালার্টের উপর দিয়ে প্রতিদিন কয়েক শত পরিবার যাতায়াত । আজ স্থানীয় গাড়ি চালক মালপত্র নিয়ে পার হওয়ার মুহূর্তেই ভেঙে পড়ে ক্যালভার্টের উপরের ছাউনি জলে পড়ে। এর ফলে গ্রামটি বিচ্ছিন্ন হয়েও পড়ে। কালভার্টের অপরদিকে থাকা মানুষজন তাদের হাট-বাজার স্কুল পাঠশালা ও নিত্য নৈমিত্তিক কাজে যাওয়ারও খুবই সমস্যা হচ্ছে।
বিষয়টি তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক উন্নয়ন আধিকারী সুচন্দন বৈদ্যকে জানায়। আধিকারিক এর কথায় রবিবার থাকায় সরকারি ছুটি, সরকারি কোনো কাজ না হওয়ায় সমস্যায় কয়েক শত পরিবার।এই মুহূর্তে কালভার্টের জন্য পৃথক হয়ে পড়েছে,দ্বি-খন্ড হয়ে যায়। চলাচলের একমাত্রই মাধ্যম এই ক্যালভাট এর উপর দিয়ে
কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পাখিরালা গ্রাম। এলাকাবাসীদের এখানে থাকা রেশন দোকানে যেতে হয়।স্কুল পড়ুয়ারা ও এলাকার চাষী - খেত মজুর তাদের কৃষিজাত দ্রব্য নিয়ে এই কালভার্টের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই মুহূর্তে তারা সমস্যায় পড়েছেন। তাদের দাবি দ্রুত সারাইয়ের দাবি জানান জাহাঙ্গীর লস্কর আবুল কালাম মন্ডল আবু সিদ্দিকরা। স্থানীয় প্রধান অসীম হালদার গ্রাম পঞ্চায়েতের সদস্য ফাতেমা শেখ জানান, আমরা চেষ্টা করছি দ্রুত তার সাথে কাজ করা যায় কিনা। ব্লক উন্নয়ন আধিকারী সুচন্দন বৈদ্য তিনি জানান বিষয়টি স্থানীয় মানুষজন আমাকে জানান। সোমবার অফিসে এসে ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct